কলকাতায় গুলাম আলি, ১২ জানুয়ারি অনুষ্ঠান

কলকাতায় এসে অনুষ্ঠান করতে চলেছেন গজল সম্রাট গুলাম আলি ৷ ১২ জানুয়ারি পার্ক সার্কাস ময়দানে হবে জলসা ৷

  • Last Updated :
  • Share this:

    #কলকাতা: কলকাতায় অনুষ্ঠান করতে আসছেন গজল সম্রাট গুলাম আলি ৷ ১২ জানুয়ারি কলকাতার পার্ক সার্কাস ময়দানে আসর বসবে জনপ্রিয় এই গজল সম্রাটের ৷ তবে শুধু একা নয়, এই জলসায় গুলাম আলির সঙ্গে অংশ নেবেন গুলাম আলির পুত্রও ৷ মঙ্গলবার এই অনুষ্ঠানের কথা ঘোষণা করেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন ৷

    ২০১৫ সালের ডিসেম্বর মাসের প্রথম দিকে মুম্বইতে অনুষ্ঠান করার কথা ছিল গুলাম আলির ৷ কিন্তু পাক গায়কের এই জলসাকে বাধা দেয় শিবসেনা ৷ এমনকী, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দিল্লিতে গুলাম আলির অনুষ্ঠান করতে চাইলে, তিনিই পড়েন শিবসেনার কুনজরে ৷ বাতিল হয়ে যায় দিল্লির অনুষ্ঠানও ৷ সেই সময়ই ভারতে আর অনুষ্ঠান করবেন না বলে ক্ষোভ উগড়ে দেন এই পাক গায়ক ৷ সেই কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে যেতেই কলকাতায় গজল সম্রাটকে আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি ৷ সেই আমন্ত্রণকে সঙ্গে নিয়েই ১২ জানুয়ারি কলকাতায় আসছেন গুলাম আলি ৷

    First published:

    Tags: Concert, Ghulam Ali, Kolkata, Park Circus, TMC