#কলকাতা: তিনবার ভেন্যু বদলের পর অবশেষে নেতাজি ইন্ডোরে হচ্ছে গুলাম আলির জলসা। শুক্রবার বিকেলেই মোহনবাগান মাঠে কনসার্টের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই মতো মাঠ পরিদর্শনও করে আসেন পুলিশ আধিকারিকরা। কিন্তু গঙ্গাসাগর মেলার কারণে ওই এলাকায় মাইকি সমস্যা থাকায় দ্রুত সিদ্ধান্ত বদল করা হয়। এর ফলে আগামী ১২ জানুয়ারি নেতাজি ইন্ডোরেই হবে গজল সম্রাটের জলসা।
পার্ক সার্কাস, ইডেন গার্ডেন্স, মোহনবাগান। তিন তিন বার বদল হল গুলাম আলির কনসার্ট ভেন্যু। বৃহস্পতিবার সিএবির সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের তরফে জানান হয় ইডেনের মাঠে জলসা সম্ভব নয়। সবদিক চিন্তা-ভাবনা করে মোহনবাগান মাঠকেই তারপর বেছে নেন উদ্যোক্তারা। শুক্রবার সকালে মাঠ পরিদর্শনও করে আসেন সুলতান আহমেদ ও কলকাতা পুলিশের পদস্থ আধিকারিকরা। কিন্তু সমস্যা দেখা দেয় সেখানেও।
১. ১১ তারিখ থেকে গঙ্গাসাগর মেলা শুরু হচ্ছে২, মেলা উপলক্ষে ওই এলাকায় প্রচুর লোকের সমাগম হয়
৩. এলাকা জুড়ে একাধিক মাইক লাগানো হয়৪. দুর্ঘটনা বা বিশৃঙ্খলা এড়াতে চলে মাইকিং৫.১২ তারিখ জলসা হলে দুই পক্ষেরই সমস্যা হবে২০১৫-র অক্টোবরে মুম্বইয়ে জলসা করার কথা ছিল গজল সম্রাট গুলাম আলির। শিব সেনার হুমকির জেরে সেই জলসা বাতিল হওয়ায় গোটা দেশ জুড়ে সমালোচনার ঝড় ওঠে। এরপরই গুলাম আলিকে কলকাতায় অনুষ্ঠান করার আমন্ত্রণ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শেষপর্যন্ত নানা বাধা পেরিয়ে আগামী ১২ তারিখ কনসার্ট হচ্ছে নেতাজী ইন্ডোরে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Concert, Ghazal Samrat, Ghulam Ali, Kolkata, Mamata Banerjee