#কলকাতা: প্রবীণ বাম নেতা ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী গৌতম দেবকে নোটিস পাঠাল সিআইডি ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অশ্লীল ও কুরুচিকর মন্তব্য করার অভিযোগে শুক্রবার ভবানী ভবনে এই সিপিআইএম নেতাকে হাজিরার নির্দেশ দিয়েছে রাজ্য গোয়েন্দা আধিকারিকরা ৷
সম্প্রতি নেতাজীনগরের এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সম্বন্ধে অসংসদীয় ও অশালীন ভাষা ব্যবহার করেছেন গৌতম দেব ৷ উত্তরপাড়া থানায় এই মর্মে অভিযোগ দায়ের করেন এক তৃণমূল নেত্রী ৷ এই অভিযোগের ভিত্তিতেই রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে তলব করেছে সিআইডি ৷ আগামী কাল ১১টায় হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে গোয়েন্দা আধিকারিকরা ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: CID, CID Summoned, CPiM Leader Goutam Deb, Gautam deb, Goutam Deb