#কলকাতা: গান্ধিজয়ন্তীতেই নজিরবিহীন কোন্দলে জড়ালেন কংগ্রেস নেতারা। আজ বিধানভবনে অনুষ্ঠান চলাকালীন আচমকাই কাজিয়ায় জড়িয়ে পড়েন প্রদীপ ভট্টাচার্য ও অমিতাভ চক্রবর্তী। ঘটনার পর, পার্টি অফিস ছেড়ে চলে যান প্রদীপ। অধীর-মান্নানরা এ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। তবে সুযোগ বুঝে খোঁচা দিয়েছেন প্রাক্তন কংগ্রেস নেতা মানস ভুঁইয়া।
বিধানভবনে গান্ধি জন্মজয়ন্তী পালনের অনুষ্ঠান। শ্রদ্ধা জানাতে জড়ো হয়েছেন নেতা-কর্মীরা। হঠাৎ প্রদীপ ভট্টাচার্য ও অমিতাভ চক্রবর্তীর মধ্যে তুমুল কোন্দল। এমন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে প্যান্ট শার্ট পরে আসার জন্য দক্ষিণ কলকাতার কংগ্রেস নেতা তুলসি মুখোপাধ্যায়ের প্রতি ক্ষোভ প্রকাশ করেন প্রদীপ ভট্টাচার্য। যদিও, আরেকটি অংশের মতে, আবদুল মান্নানের জন্য অপেক্ষা করতে করতে অধৈর্য হয়ে পড়েছিলেন প্রদীপ ভট্টাচার্য। সবমিলিয়ে বিস্ফোরণ ঘটে অনুষ্ঠান মঞ্চে।
দু’পক্ষ শান্ত হলেও, অনুষ্ঠান কার্যত ভেস্তে যায়। এমন প্রকাশ্য কোন্দলের জেরে নতুন করে চাপে কংগ্রেস। তবে মুখে কুলুপ এঁটেছেন অধীর-মান্নানরা। সুযোগ পেয়ে অধীর-মান্নানকে কটাক্ষ করেছেন সদ্য কংগ্রেস ত্যাগী মানস ভুঁইয়া। রাজ্যে কংগ্রেসে রক্তক্ষরণ চলছেই। এমন ঘটনায় এবার মহাত্মী গান্ধিকেই অবমাননার অভিযোগ উঠেছে প্রদেশ নেতৃত্বের বিরুদ্ধে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Congress, Gandhi Jayanti, Kolkata