আজকের খবরের কাগজের সেরা খবর

প্রতিদিনের ব্যস্ততায় খবর কাগজ খুঁটিয়ে পড়া সম্ভব হয় না ৷ অনেক সময় গুরুত্বপূর্ণ খবর চোখ এড়িয়ে যায় ৷

  • Last Updated :
  • Share this:

    প্রতিদিনের ব্যস্ততায় খবর কাগজ খুঁটিয়ে পড়া সম্ভব হয় না ৷ অনেক সময় গুরুত্বপূর্ণ খবর চোখ এড়িয়ে যায় ৷ তাছাড়া একাধিক কাগজও পড়ার মতো সময় কারোর হাতেই নেই ৷ তাই আসুন এক নজরে, একজায়গায় দেখে নিন কলকাতার বিভিন্ন কাগজের সেরা খবর গুলি ৷ বুধবারের গুরুত্বপূর্ণ খবরগুলি হল-

    anandabazar11

    ১) সঙ্ঘের চাপে সরলেন স্মৃতি, গুরুত্ব বাড়ল জাভড়েকরেরসকালের শপথগ্রহণের সময়ও মনে হচ্ছিল নেহাতই সাদামাটা রদবদল। কিন্তু রাত গড়াতেই তা হয়ে গেল বিস্ফোরক! মন্ত্রিসভার রদবদলে এক ধাক্কায় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক থেকে স্মৃতি ইরানিকে সরিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সৌজন্যে সঙ্ঘ পরিবারের চাপ। রাষ্ট্রপতি ভবনে সকাল এগারোটায় ১৯ জন নতুন প্রতিমন্ত্রীর শপথ হয়ে গেলেও দফতরে রদবদল করতে প্রধানমন্ত্রী সময় নিলেন প্রায় দশ ঘণ্টা! তার আগে মন্ত্রিসভা থেকে বাদ দিয়েছেন পাঁচ প্রতিমন্ত্রীকে। প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ মহল থেকে বলা হয়েছে, দক্ষতা, উদ্যম, শিক্ষা এবং অভিজ্ঞতা— এই চারটি বিষয়কে মাথায় রেখেই রদবদল করা হয়েছে। যার সবথেকে বড় প্রমাণ মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক থেকে বিতর্কিত স্মৃতি ইরানির অপসারণ। তাঁকে দেওয়া হল অপেক্ষাকৃত কম গুরুত্বের বস্ত্র মন্ত্রক।

    ২) ট্রেনে ধৃত সশস্ত্র যুবক কি আইএস, তদন্তে সিআইডি

    গুলশনের ক্ষত যখন ও পার বাংলায় টাটকা, তখনই ইসলামিক স্টেট বা আইএস-এর সঙ্গে জড়িত সন্দেহে ফের ধরা পড়ল পশ্চিমবঙ্গের এক বাসিন্দা। মহম্মদ মুসাউদ্দিন ওরফে শেখ মসিউদ্দিন মিয়ঁা ওরফে মুসা নামে বীরভূমের লাভপুরের বাসিন্দা, বছর আঠাশের ওই যুবককে সোমবার রাতে বর্ধমান স্টেশনে আটক করা হয়। সেখান থেকে আনা হয় ভবানী ভবনে। মঙ্গলবার বিকেলে সিআইডি তাকে গ্রেফতার করে।

    ৩) বদলে জাতপাত-রাজ্য, দলে চাপা ক্ষোভমন্ত্রী কম। প্রতিমন্ত্রী বেশি। তা-ও জাতপাত বেছে বেছে। মন্ত্রিসভায় ঢিল ছুড়লে এখন কোনও না কোনও প্রতিমন্ত্রীর গায়ে লাগবে। শপথ গ্রহণের পর্ব তখন সবেমাত্র শেষ হয়েছে। প্রধানমন্ত্রী নতুন মন্ত্রীদের নিয়ে চা-চক্রে ব্যস্ত। এরই মধ্যে রাষ্ট্রপতি ভবনে এমন সরস মন্তব্য ধেয়ে এল মোদী সরকারেরই এক মন্ত্রীর থেকে। অনেকে তখন বলাবলি শুরু করেছেন, কোথায় গেল প্রধানমন্ত্রীর ‘ন্যূনতম সরকার আর সর্বাধিক প্রশাসন’-এর স্লোগান? এ তো সর্বাধিক সরকারের নমুনা! তাঁকে নিরস্ত করতে এগিয়ে এলেন আর এক মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। বললেন, সরকারের কাজও তো দেখতে হবে। কাজ বেশি, মন্ত্রীও বেশি। সকলকে দায়িত্ব দেওয়া হবে।

    ৪) নাম বদলের গুঁতোয় ‘কলকাতা’ হচ্ছে হাইকোর্টওনামে কী বা আসে যায়! কথাটা কবেই বলেছিল শেক্সপিয়রের জুলিয়েট। গোলাপকে যে নামেই ডাকো, তার খুশবুতে ফাঁকি থাকে না। সে না থাক, দিল্লির কেন্দ্রীয় সরকারের যায়-আসে না। সে এখন নাম পাল্টানোর নেশায় মেতেছে। মাস তিনেক আগে গুড়গাঁওয়ের নাম বদলে করা হয়েছে গুরুগ্রাম। এ বার নাম বদলের ধাক্কা দেশের প্রাচীনতম হাইকোর্টে। ‘ক্যালকাটা হাইকোর্ট’ খাতায়-কলমে ‘কলকাতা হাইকোর্ট’ হওয়ার পথে এগোচ্ছে। বম্বে ও মাদ্রাজ হাইকোর্টও রেহাই পাচ্ছে না। তাদের নতুন নাম হবে যথাক্রমে ‘মুম্বই হাইকোর্ট’ ও ‘চেন্নাই হাইকোর্ট।’

    bartaman_big11

    ১) দলের চাপ সত্ত্বেও নাছোড় মানসমানস ভুঁইঞা কি শেষ পর্যন্ত সরকারের দেওয়া পদ থেকে ইস্তফা দেবেন? এই ভাবনাকেই বাড়তি ইন্ধন জুগিয়েছে তাঁর নীরবতা। কেননা, এদিন তাঁকে ইস্তফা দিতে অনুরোধ করে মোবাইলে বার্তা দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি। তা সত্ত্বেও নিজের অবস্থানে আপাতত অনড় থাকার আভাস মিলেছে তাঁর ঘনিষ্ঠ মহল থেকে। ফলে মানসের সঙ্গে দলের সংঘাতের তীব্রতা বিধান ভবনের গণ্ডি পেরিয়ে অনিবার্যভাবে দিল্লির ২৪ আকবর রোড পর্যন্ত গড়াতে চলেছে।

    ২) মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকে স্মৃতিকে সরিয়ে জাভরেকরমন্ত্রিসভার রদবদলে বড় চমক দিলেন মোদি। মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক থেকে সরানো হল স্মৃতি ইরানিকে। তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হল আরএসএস ঘনিষ্ঠ প্রকাশ জাভড়েকরকে। ইরানিকে সরিয়ে দেওয়া হল গুরুত্বহীন বস্ত্রমন্ত্রকে। নানা বিতর্কের কেন্দ্রে থাকা ইরানিকে যে এভাবে সরানো হতে পারে, তা ঘুণাক্ষরেও বোঝা যায়নি। এছাড়াও বেশ কিছু রদবদল হয়েছে। তথ্য ও এক ধাক্কায় ১৯ জন নতুন সদস্য মন্ত্রিসভায় ঠাঁই পাচ্ছেন।

    ৩) তারিশির বাবা-মায়ের কাছে ক্ষমা চাইলেন জঙ্গি রোহনের বাবাছেলের কৃতকর্মের জন্য তারিশির বাবা-মায়ের কাছে ক্ষমা চাইলেন আওয়ামি লিগ নেতা ইমতিয়াজ খান বাবুল। তাঁর ২১ বছরের ছেলে রোহন ইমতিয়াজের এই পরিবর্তন দেখে দৃশ্যতই হতাশ ছিলেন তিনি। আওয়ামি লিগ নেতা বলেন, ওই হামলায় একজন ভারতীয় তরুণী খুন হয়েছেন। আমি শুধু ভারত ও তাঁর পরিবারের কাছে ক্ষমাই চাইতে পারি। শুধু এটুকু বলতে পারি, ক্ষমা চাওয়ার মতো শব্দও আমার কাছে নেই।

    ৪) পিএসি কাণ্ড: কং সৌজন্যে প্রবল অস্বস্তি সিপিএমেরও, জোটের ফাটল রুখতে মান্নানদের আগাম সায়বিধানসভার পিএসি-র চেয়ারম্যান পদ নিয়ে কংগ্রেসের অভ্যন্তরে ডামাডোল তৈরি হলেও তার পরিপ্রেক্ষিতে বেজায় অস্বস্তিতে সিপিএম। বিধায়ক সংখ্যার নিরিখে ‘বড় ভাই’ হিসাবে চিহ্নিত কংগ্রেস প্রকাশ্যে সৌজন্যের দৃষ্টান্ত দেখিয়ে জোটের দোসর সিপিএমকে এই গুরুত্বপূর্ণ পদটি ছেড়ে দিতে চাইলেও জনমানসের একাংশে বিরূপ ধারণা হয়েছে।

    First published:

    Tags: Daily News Paper, Headlines, Morning paper, Morning Paper Headline, Wednesday Morning Headlines