#কলকাতা: যে সম্মান একসময় সত্যজিৎ রায়, পণ্ডিত রবিশঙ্কর, মৃণাল সেনের মতো ব্যক্তিত্বরা পেয়েছেন, এবার সেই সম্মানে ভূষিত হতে চলেছেন বাংলার অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় ৷ ফরাসি সম্মান লেজিয়ঁ দ’নর পেতে চলেছেন বাংলার বর্ষীয়ান এই অভিনেতা ৷
১৯৮৭ সালে শেষবার এই সম্মান পেয়েছিলেন পরিচালক সত্যজিৎ রায় ৷ ৩০ বছর পর ফের কোনও বাঙালি অভিনেতাকে এই সম্মান দিতে চলেছে ফ্রান্স ৷ শিল্পীদের জন্য এটাই ফরাসিদের সর্বোচ্চ সম্মান ৷
১৮০২ সালে শুরু হওয়া লেজিয়ঁ দ’ নর সম্মান শুরু করেন স্বয়ং নেপোলিয়ান দ্য বোনাপার্ট ৷ সৌমিত্র চট্টোপাধ্যায়েই প্রথম ভারতীয় অভিনেতা, যিনি ভূষিত হলেন সেই সর্বোচ্চ ফরাসি শিল্পী-সম্মানে। এই সম্মান পেয়ে স্বভাবতই তৃপ্ত সৌমিত্র ৷ ফরাসি দেশের শিল্প-সাহিত্য বরাবরই মুগ্ধ করত তাঁকে ৷ এবার সেদেশের শিল্পীদের সর্বোচ্চ সম্মান পাওয়াটা অনেক বড়ই পাওনা তাঁর বলে জানিয়েছেন অভিনেতা ৷
From Apu Sansar to Legion d Honour. The legendary Shri Soumitra Chattopadhay, hallmark of Indian and Bengali cinema... 1/2
— Mamata Banerjee (@MamataOfficial) June 10, 2017
A tribute and honour to the great actor of Bengali cinema by France. This makes us very proud. Congratulations 2/2 — Mamata Banerjee (@MamataOfficial) June 10, 2017
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengali Actor, France, Legion d Honneur, Soumitra Chatterjee