#কলকাতা: ভোট পরবর্তী উত্তেজনায় হিংসা ছড়াল বেনিয়াপুকুরে ৷ এলাকার দুই দুষ্কৃতী দলের মধ্যে গুলির লড়াই আর বোমাবাজিতে উত্তেজনা ছড়াল এলাকায় ৷ গুলি, বোমাবাজিতে জখম হয়েছে একজন ৷ পুলিশে দায়ের করা হয় অভিযোগ ৷
অভিযোগ, এলাকার দুই কুখ্যাত দুষ্কৃতী শাহরুখ ও টারজানের মধ্যে শুরু হয় সংঘর্ষ ৷ গুলি ও বোমাবাজিতে আতঙ্কিত হয়ে পড়ে এলাকার বাসিন্দারা ৷ মঙ্গলবার রাত ১২টা নাগাদ টিম্বার স্ট্রিটে ঘটনা ঘটে। একটি রেস্তোরাঁয় বসে কুখ্যাত দুষ্কৃতী শাহরুখ তার কয়েকজন বন্ধুকে নিয়ে ৭ নং ওয়ার্ডে আড্ডা মারছিল। ।
অভিযোগ, টারজান সেখানে সাত আটজনের দল বাইক নিয়ে আসে। শাখরুখের দলের উপর তারা হামলা চালায়। টারজান রিভলভারের বাঁট দিয়ে শাখরুখের মাথায় মারলে তাঁর মাথা ফেটে যায় ।
তখন ১২টা বাজলেও বাজার খোলা ছিল। গন্ডগোল দেখে ছুটে আসে সবাই ৷ ভিড় জমে যায়। পরিস্থিত বেগতিক দেখে টারজান দলবল নিয়ে পালিয়ে যায়। পালানোর সময় শূন্যে এক রাউন্ড গুলি ছোড়ে। এরপর বোম ছুঁড়ে পালিয়ে যায়।
জখম শাখরুখ এই ঘটনার জন্য থানায় টারজান, আলতাফ শেখ, মিরাজুলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে ৷ উত্তেজক পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: After Election Violence, Beniapukur firing, Bombing, Firing, Miscreants