#কলকাতা: দোতলা বাড়িতে ভয়াবহ আগুন ৷ রবিবার বোসপুকুরের একটি দোতলা বাড়িতে আগুন লাগে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের চারটি ইঞ্জিন ৷ কিন্তু বাড়ির সামনে রাস্তা সরু হওয়ায় দমকলের গাড়ি প্রবেশ করতে বাধা পেতে হয় ৷
জানা গিয়েছে, এদিন দুপুর বেলা বাড়ি থেকে ধোঁয়া বেরোতে দেখে আতঙ্ক ছড়ায় এলাকায় ৷ বাড়িতে বেআইনিভাবে ধূপকাঠি রাখা ছিল বলে সূত্রের খবর ৷ শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে অনুমান দমকলের ৷ এরপর বাড়িতে প্রচূর পরিমাণ ধূপকাঠি মজুত থাকায় তা দ্রুত ছড়িয়ে পড়তে থাকে ৷ অন্যদিকে, ঘিঞ্জি এলাকায় ধমকলের গাড়ি নিয়ে ঢুকতে সমস্যার মুখে পড়তে হয় ৷
দমকল দেরিতে আসার অভিযোগ জানায় বাড়ির মালিক ৷ তবে সূত্রের খবর, ট্রেড লাইসেন্স না থাকা সত্ত্বেও ধূপকাঠি বেআইনিভাবে মজুত করে রাখা ছিল বাড়িতে ৷ এমনকি সঠিক অগ্নিনির্বাপন ব্যবস্থাও ছিল না ৷
ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি ৷ তবে ক্ষয়ক্ষতির মূল্য অনেকটাই বলে অনুমান করা হচ্ছে ৷ পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে যাচ্ছেন দমকলমন্ত্রী শোাভন চট্টোপাধ্যায় ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengali News, ETV News Bangla, Fire, Fire Breaks Out In Two Storey Building, Fire In Bosepukur House, Fire Tender