corona virus btn
corona virus btn
Loading

ন্যাশনাল মেডিক্যাল কলেজে আগুন-আতঙ্ক, সেলাই চলাকালীন বের করা হল প্রসূতিকে

ন্যাশনাল মেডিক্যাল কলেজে আগুন-আতঙ্ক, সেলাই চলাকালীন বের করা হল প্রসূতিকে

প্রসূতি বিভাগে আগুনের জেরে আতঙ্ক ছড়াল ন্যাশনাল মেডিক্যাল কলেজে।

  • Share this:

#কলকাতা: প্রসূতি বিভাগে আগুনের জেরে আতঙ্ক ছড়াল ন্যাশনাল মেডিক্যাল কলেজে। খবর শুনে হুড়োহুড়ি পড়ে যায় প্রসূতির আত্মীয়-পরিজন ও হাসপাতাল কর্মীদের মধ্যে। সেলাই চলাকালীন বের করে দেওয়া হয় এক মহিলাকে। এছাড়াও বহু প্রসূতি ও সদ্যোজাতকে স্থানান্তরিত করা হয়।

ন্যাশনাল মেডিক্যাল কলেজের পাঁচ তলায় প্রসূতি বিভাগে অগ্নিকাণ্ড। আর সেই হাসপাতালে ভর্তি প্রিয়জন। খবর পেতেই এমনই হুড়োহুড়ি পড়ে যায় প্রসূতির আত্মীয় পরিজনদের মধ্যে। হাসপাতাল চত্বরে ভিড় জমাতে থাকেন তাঁরা।

চল্লিশ-পঞ্চাশ জন প্রসূতিকে ও সদ্যোজাতদেরও বের করে আনা হয় ৷ তুমুল ব্যস্ততা দেখা যায় হাসপাতাল কর্মীদের মধ্যেও। সিঁড়ি বা লিফটে করে বের করে প্রসূতি ও সদ্যোজাতদের বের করে আনেন তাঁরা।

সন্তানের জন্মের পর সেলাই চলছিল ভাঙড়ের এক প্রসূতির। আতঙ্কে সেই অবস্থাতেই বাইরে বের করে আনা হয় তাঁকে।

আগুন-আতঙ্কে হাসপাতাল ছেড়ে চলে যেতে শুরু করেন অনেকে। তাঁদের বুঝিয়ে সুঝিয়ে ফের হাসপাতালে ফিরিয়ে আনা হয়।

শর্ট সার্কিট থেকে আগুন। দমকলের চারটি ইঞ্জিন পৌঁছনর আগেই তা আয়ত্তে আসে। কিন্তু, সামান্য সময়েই তোলপাড় গোটা হাসপাতাল।

First published: July 29, 2017, 2:44 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर