#কলকাতা: শহরে ফের আগুন ৷ মঙ্গলবার রাইটার্স বিল্ডিংয়ের কাছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় আগুন লাগে ৷ ১৪ নং ইন্ডিয়ান এক্সচেঞ্জ লেনে অবস্থিত ব্যাঙ্কটি ৷ এগারটি দমকল ইঞ্জিনের চেষ্টায় সাড়ে তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন।
সকাল আটটা। ১৪ নম্বর ইন্ডিয়ান এক্সচেঞ্জ লেনে এলাহাবাদ ব্যাঙ্কের দোতলার একটি ঘরে আগুন দেখতে পান পাশের কোল ইন্ডিয়া ভবনের কয়েকজন কর্মী। তাঁদের চিৎকারে ছুটে আসেন ব্যাঙ্কের দুই নিরাপত্তারক্ষী। ততক্ষণে দোতলার সার্ভিস ব্রাঞ্চের ঘরে আগুন লেগে গিয়েছে। গল গল করে বেরচ্ছে কালো ধোঁয়া। দমকলে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যান দমকল মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় ৷ এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় CESC ৷অফিসপাড়ায় আগুন আতঙ্ক ৷ চ্যাটার্জী ইন্টারন্যাশনালের অগ্নিকাণ্ডের স্মৃতি ফিরল ৷ এদিন সকালে ১৪ নং ইন্ডিয়ান এক্সচেঞ্জ লেনে ব্যাঙ্কে আগুন লাগে ৷ প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি কর্মীদের ৷ ঘটনাস্থলে পৌঁছে গোটা বহুতল ফাঁকা করে দমকল বাহিনী ৷ বন্ধ করে রাখা হয়েছে বিল্ডিংয়ের দু’ধারের রাস্তা ৷ এর জেরে ব্যাহত হয়েছে পড়েছে ওই এলাকার যানচলাচাল ৷
ঘিঞ্জি এলাকা। একপাশে বিড়লা ব্রাদার্স প্রাইভেট লিমিটেডের অফিস। অন্যদিকে কোল ইন্ডিয়ার অফিস। দমকলকর্মীরা পৌঁছনোর পর আগুন নেভাতে কিছুটা সময় লাগে। ধোঁয়ার হাত থেকে বাঁচতে স্মোক মাস্ক পরে ভিতরে ঢোকেন কর্মীরা। আগুন নেভাতে গিয়ে আহত হন এক দমকলকর্মী।
জানা গিয়েছে, আগুন যেখানে লেগেছে সেটা ব্যাঙ্কের সার্ভিস ব্রাঞ্চ ৷ এখানে গোটা দেশের চেক আদান প্রদানের তথ্য থাকে ৷ আগুন লাগায় যাবতীয় তথ্য নষ্টের আশঙ্কায় কর্মীরা ৷ এর ফলে সমস্যায় পড়তে পারেন ব্যাঙ্কের গ্রাহকরা ৷ তবে চেন্নাই ব্রাঞ্চে নষ্ট হওয়া তথ্যের ব্যাকআপ রয়েছে দাবি করেছেন চেয়ারম্যান ৷
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক এসি ৷ পুড়ে ছাই হয়ে গিয়েছে ব্যাঙ্কের গুরুত্বপূর্ণ নথি ৷ আগুনে ক্ষতিগ্রস্ত কমপিউটার, আসবাবপত্র ৷ শর্ট সার্কিট থেকে আগুন বলে অনুমান দমকলের ৷
ব্যাঙ্কে পর্যাপ্ত অগ্নিনির্বাপন ব্যবস্থা ছিল বলে দাবি কর্তৃপক্ষের। তবু সমস্ত সম্ভাবনা খতিয়ে দেখছে দমকল। ফরেনসিক পরীক্ষার পরই জানা যাবে শর্ট সার্কিট না কী অন্য কোনও কারণে আগুন লাগে ব্যাঙ্কের গুরুত্বপূর্ণ সার্ভিস ব্রাঞ্চ রুমে। কিছুক্ষণের জন্য টি বোর্ডের সামনে রাস্তা বন্ধ করে দেওয়া হয়। বন্ধ করে দেওয়া হয় ইন্ডিয়ান এক্সচেঞ্জ প্লেসও। দিনের ব্যস্ত সময়ে অফিসপাড়ায় আগুনে ছড়িীয়ে পড়ে তীব্র যানজট।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengali News, ETV News Bangla, Fire Breaks Out In Bank, Fire Brigade, Fire Tenders, Sovan Chattopadhyay, আগুন