corona virus btn
corona virus btn
Loading

অ্যাপোলো হাসপাতালে ভয়াবহ আগুন !

অ্যাপোলো হাসপাতালে ভয়াবহ আগুন !

ভয়াবহ আগুনের কবলে অ্যাপোলো হাসপাতাল ৷ সোমবার সকালে অপারেশন থিয়েটারে আগুন লাগে ৷

  • Share this:

#কলকাতা: বাইপাসের ধারে অ্যাপোলো হাসপাতালে আগুন। অগ্নিকাণ্ডের জেরে রোগী ও আত্মীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কর্মীরাই প্রথমে আগুন নেভানোর কাজ শুরু করেন, দাবি হাসপাতালের। দমকলের ৩টি ইনজিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দমকলের প্রাথমিক অনুমান, এসিতে শর্ট সার্কিট থেকে আগুন লাগে।

সোমবার সকাল ৯ টা। নয় নম্বর অপারেশন থিয়েটারে অস্ত্রোপচার চলছিল। সেইসময় হঠাৎই ধোঁয়া বেরোতে দেখা যায়। সংলগ্ন এলাকায় ক্রমশ ধোঁয়া ছড়িয়ে পড়তে থাকে। আতঙ্ক ছড়ায় রোগী ও রোগীর আত্মীয়দের মধ্যে। সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় অপারেশন থিয়েটার।

হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, কর্মীরাই প্রাথমিকভাবে আগুন নেভাতে শুরু করেন। আগুনে কোনও ক্ষয়ক্ষতি হয়নি জানিয়েছেন তিনি।

ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। খালি করে দেওয়া হয় অপারেশন থিয়েটার সংলগ্ন এলাকা।

একঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। দমকলকর্মীদের প্রাথমিক অনুমান, এসিতে শর্ট সার্কিট থেকেই আগুন লাগার ঘটনা ঘটে।

First published: July 3, 2017, 3:43 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर