#কলকাতা: ‘‘সেবার রাজস্থানের ডেজার্ট আর এবার স্নো !! ফ্রম দ্য ফ্রাইং প্যান টু ফ্রিজিডিয়ার !! ’’.....সত্যজিৎ রায়ের জনপ্রিয় ফেলুদা সিরিজের ‘বাক্স রহস্য’ গল্পে লালমোহনবাবুর সেই বিখ্যাত উক্তিটি মনে পড়ে ? এবারের ফেস ক্যালেন্ডারের থিম শুনলে লালমোহনবাবুর কথাটাই কিন্তু মনে পড়ে যাবে ৷ অবশ্য এক্ষেত্রে বিষয়টা একটু অন্যরকম ৷কারণ গত বছর থাইল্যান্ডের মনোরম সমুদ্রসৈকতের পর এবার ফেস ক্যালেন্ডারের শ্যুটিং ডেস্টিনেশন হল মরুভূমি ৷ সেটা রাজস্থানের জয়সলমের হতে পারে আবার সংযুক্ত আরব আমিরশাহীর হট স্পট দুবাইও ৷ শ্যুটিংয়ের স্থান চূড়ান্ত হবে আর কিছুদিনেই ৷
ফেস ক্যালেন্ডার ২০১৮-র লোগো লঞ্চের দিন সংস্থার প্রধান নীল রায় জানান, ‘‘ আমরা প্রতিবছরই নতুন নতুন থিম নিয়ে কাজ করি ৷ এবারের থিম হল ‘শাড়ি অন ডেজার্ট’ ৷ ক্যালেন্ডার শ্যুটের জন্য আপাতত রাজস্থান এবং দুবাই, এই দু’টো জায়গা নিয়ে চিন্তাভাবনা করা হচ্ছে ৷ এবারের ফেস ক্যালেন্ডারের কভার গার্ল কে হবে, সেটাও এখনও চূড়ান্ত হয়নি ৷ তবে এখনও পর্যন্ত যা ঠিক হয়েছে, তাতে মিস ইন্ডিয়া ইউনিভার্স ২০১৫ এবং বলিউডের অন্যতম স্পাইস গার্ল ঊর্বশী রাউতেলাকেই এবারের ফেস ক্যালেন্ডারে দেখতে পাওয়ার সম্ভাবনা বেশি ৷ ওর শ্যুটিং ডেটস পেতে একটু অসুবিধা হচ্ছে, কারণ ডিসেম্বরের প্রথম সপ্তাহে যখন ক্যালেন্ডার শ্যুট হবে, ওইসময় সিনেমার শ্যুটিং পড়তে পারে ঊর্বশীর ৷ তাই খুব তাড়াতাড়ি আমরা সমস্ত বিষয়গুলি চূড়ান্ত করে জানাব ৷ ’’
ক্যালেন্ডার শ্যুটে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া ২১ জুলাই থেকে হলেও সোশ্যাল সাইটে পাঁচ দিনের প্রোমোশনাল রেজিস্ট্রেশনে ইতিমধ্যেই দারুণ সাড়া পাওয়া গিয়েছে বলে দাবি সংস্থার ৷ এরাজ্যের পাশাপাশি রাঁচী, পটনা, ভুবনেশ্বর এবং গুয়াহাটি থেকেও প্রতিযোগিদের অংশ নিতে দেখা যাবে এবারের ক্যালেন্ডারের অডিশনে ৷ গ্রিনটাচ এন্টারটেনমেন্টের সঙ্গে ফেস গাঁটছড়া বাঁধায় এবারের প্রতিযোগিদের টলিউডে এন্ট্রি পাওয়ার বিষয়টাও আরেকটু সহজ হতে চলেছে !
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Fface, Fface Calendar 2018, GreenTouch Entertainment, Logo Launch, Neil Roy, Sohom Chakraborty, Subhashree Ganguly