#কলকাতা: ফেম, ফ্যাশন অ্যান্ড ক্রিয়েটিভ এক্সালেন্স বা সংক্ষেপে ‘Fface’ ৷ গত দু’বছর ধরেই শহরে সাড়া ফেলে দিয়েছে এই ফ্যাশন ক্যালেন্ডার ৷ আসলে কলকাতা শহরে বিভিন্ন গ্ল্যামহান্ট বা ফ্যাশন শো সারাবছর লেগে থাকলেও এখানে ক্যালেন্ডার শ্যুট সেভাবে হয় না বললেই চলে ৷ ইদানীংকালে কিছু শ্যুটস হলেও তা সংখ্যায় খুবই কম ৷ এখানেই হয়তো বাকিদেরকে ছাপিয়ে গিয়েছে ফেস ৷ সাধারণ ক্যালেন্ডার শ্যুটের কনসেপ্টে শুরু হওয়া এই ফেস তাদের তৃতীয় বর্ষেই আনতে চলেছে নতুন চমক ৷ সেটা হল একটি ‘রিয়্যালিটি শো’-র আয়োজন ৷ ক্যালেন্ডার শ্যুটে রিয়্যালিটি শো ! অবাক হচ্ছেন ? আসলে শুধুমাত্র ফটোশ্যুটের মধ্যেই সীমাবদ্ধ না থেকে এবছর সম্পূর্ণ নতুন মোড়কে দেখা যাবে এই ফেস ক্যালেন্ডারকে ৷
সম্প্রতি শহরের একটি নাইটক্লাবে ছিল ফেস ক্যালেন্ডারের প্রাথমিক অডিশন ৷ সেখানে অংশগ্রহণকারীদের সংখ্যা দেখে চমকে উঠেছিলেন উদ্যোক্তারাই ৷ রেজিস্ট্রেশন করানোর পর প্রায় ১৫০ জন ছেলেমেয়ে সকাল ৯টা থেকেই অডিশন দিতে ভিড় জমিয়েছিলেন পার্ক হোটেলের ওই নাইটক্লাবে ৷ এতজন কনটেস্টেন্টদের মধ্যে প্রথমে ৫০ জন এবং পরে ফাইনাল ২৫ জন বাছাই করে নেওয়ার কাজটা সত্যি কঠিন ছিল বিচারকদের জন্য ৷ কিন্তু সেই কাজটাই সফলভাবে করলেন পরিচালক রাজ চক্রবর্তী, ডিজাইনার অগ্নিমিত্রা পল, মিসেস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল রিচা শর্মা, কোরিওগ্রাফার সুদর্শন চক্রবর্তী এবং পরিচালক সঞ্জয় নাগের বিচারক প্যানেল ৷ শেষপর্যন্ত অবশ্য ২৫ জনের বদলে ছেলেমেয়ে মিলিয়ে মোট ২৯জনকে বাছাই করতে বাধ্য হন তাঁরা ৷
মডেল স্নেহা মিত্র ওয়াইল্ড কার্ডে আগেই সুযোগ পেয়ে যাওয়ায় মোট ৩০ জনকে নিয়ে এবার হবে ১৫দিন ব্যাপী ‘রিয়্যালিটি শো’ ৷ কী হবে সেখানে ? ফেস কর্ণধার নীল রায় সিএনএন আইবিএন-কে দেওয়া সাক্ষাৎকারে জানান, ‘‘এই বাছাই করা ৩০ জন প্রতিযোগীরা আমাদের ফেস ওয়ার্কশপে যোগ দেবেন ৷ সেখানে গ্রুমিং সেশন ছাড়াও প্রতিদিন বিভিন্ন টাস্ক থাকবে৷ ১৫ দিনের এই ওয়ার্কশপে কন্টেস্টেন্টদের গ্রুমিং পারফরম্যান্সের উপর নির্ভর করেই ক্যালেন্ডার শ্যুটের জন্য চূড়ান্ত ১২ জনকে বাছাই করে নেওয়া হবে ৷ তবে এখানেই শেষ নয় ৷ নভেম্বরে শুরু হতে চলা এই ওয়ার্কশপটি একটি টিভি চ্যানেলে দেখানো হবে ৷ যেখানে এলিমিনেট হওয়া প্রতিযোগীরাও অডিয়েন্স ভোটিং এবং ওয়াইল্ড কার্ডের মাধ্যমে পুনরায় শো-তে এন্ট্রি করার সুযোগও পেতে পারেন ৷ এরপর বাছাই করা ১২ জন-কে নিয়ে ক্যালেন্ডার শ্যুট হবে নভেম্বরের শেষদিকে অথবা ডিসেম্বরের গোড়ায় ৷’’
গোটা দিন ধরেই শহরের একাধিক ছেলেমেয়েরা ক্যালেন্ডার শ্যুটের জন্য অডিশন দিলেন ৷ শুধু কলকাতা শহরেরই নয়, রাজ্যের অন্যান্য জায়গা থেকেও এদিন অডিশন দিতে এসেছিলেন উঠতি মডেলরা ৷ কী দেখা হল এঁদের মধ্যে ? বিচারকদের প্যানেলে থাকা কোরিওগ্রাফার সুদর্শন চক্রবর্তী জানালেন, ‘‘ ভালো হাইট, ফিগার থাকলে তো ভালোই ৷ সেইসঙ্গে যারা ঠিক মডেল নয়, কিন্তু খুব এক্সপ্রেসিভ ৷ ছোটোখাটো দেখতে কিন্তু ভিতরে একটা আগুন আছে ৷ ভবিষ্যতে টেলিভিশন, ফিল্মে অভিনয় বা Ramp-এ হাঁটার মতো প্রতিভা রয়েছে ৷ তাঁদেরকেই বাছাই করা হয়েছে এবারের অডিশনে ৷ তবে এই বাছাই পর্বে একটা বিষয়কে সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে, সেটা হল ‘Honesty’ ৷কারণ এই Honesty এবং Dedication না থাকলে গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে সফল হওয়া কঠিন ৷’’
ফেস ক্যালেন্ডারের ২০১৫-র অডিশন পর্ব শেষে বাছাই করা ৩০ জন প্রতিযোগীর নামের তালিকা দেওয়া হল নীচে-
Shrestha raychaudhuri, Sujit Ghosh, Ria chakraborty, Dibakar dutta , MolyRoy, SnehaChakraborty, Tushar Sen , Abhilash Kumar, Swarnali Bose, Barnali patra , Tanushre, Mohit Kumar, Popi Bera, Pankaj Khanna, Manjuri Dey, Jhoom Rimpa Kundu, Lydia Walters, Sarodiya Chowdhury, Priya Pal, Payel Raha, Payel Deb, Anwesha Tarafdar, Jass Sarkar, Subhasri Kar, Sumita Patra, Supriya Das, Shreyashi & Sneha Mitra.
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।