মদন মিত্রের জামিন খারিজে সিবিআইয়ের আবেদন ফেরাল হাইকোর্ট

বুধবার হাইকোর্টে বড় ধাক্কা খেল সিবিআই ৷ মদন মিত্রের জামিনে খারিজে জরুরি ভিত্তিতে শুনানির আবেদন ফেরাল ডিভিশন বেঞ্চ ৷ তার বদলে মামলার তালিকা অনুযায়ী যখন সিবিআইয়ের করা মদন মিত্রের জামিন খারিজ মামলার নাম আসবে, তখনই সিবিআইয়ের আবেদন শুনবে আদালত ৷

আরও পড়ুন...
  • Last Updated :
  • Share this:

    #কলকাতা: বুধবার হাইকোর্টে বড় ধাক্কা খেল সিবিআই ৷ মদন মিত্রের জামিনে খারিজে জরুরি ভিত্তিতে শুনানির আবেদন ফেরাল ডিভিশন বেঞ্চ ৷ তার বদলে মামলার তালিকা অনুযায়ী যখন সিবিআইয়ের করা মদন মিত্রের জামিন খারিজ মামলার নাম আসবে, তখনই সিবিআইয়ের আবেদন শুনবে আদালত ৷ এর ফলে নিম্ন আদালতের রায় খারিজ করে তৃণমূল নেতা মদনকে ফের সিবিআইয়ের নিজের হেফাজতে ফেরানোর পরিকল্পনা শুরুতেই বড়সড় ধাক্কা খেল ৷

    মঙ্গলবার, আলিপুর জেলা ও দায়রা আদালতের রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মদন মিত্রের জামিন খারিজের আবেদন করে সিবিআই। একই সঙ্গে জরিরি ভিত্তিতে শুনানির আবেদনও জানানো হয় ৷ সেই আবেদনের ভিত্তিতে এদিন বিচারপতি অসীমকুমার রায়ের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, ‘তালিকা অনুযায়ী মামলা শুনানিতে আসবে ৷’

    হাইকোর্টের মনোভাবে বিপাকে পড়ল CBI ৷ দ্রুত শুনানি না হলে সমস্যায় পড়তে পারে তারা ৷ আদালতে ইতিমধ্যেই জামিন খারিজের অসংখ্য মামলা ঝুলে রয়েছে ৷ সিবিআইয়ের করা মদন মিত্রের জামিন খারিজ মামলার ডাক আসতে কেটে যাবে অনেকটা সময় ৷ সূত্রের খবর, তালিকা অনুযায়ী মদনের মামলা আদালতে উঠবে দু’সপ্তাহ পর ৷ ফলে, আগামী দু’সপ্তাহের জন্য ঝুলে রইল মদনের জামিন ভাগ্য ৷

    First published:

    Tags: Bail Plea, Bail Rejected Hearing, Bengali News, Calcutta High Court, CBI, ETV News Bangla, Madan Mitra, Madan Mitra Bail