# কলকাতা: স্পর্শকাতর ও অতিস্পর্শকাতর এলাকায় নজরদারি জন্য বিশেষ কন্ট্রোলরুম খুলবে কমিশন ৷ রবিবার নির্বাচন কমিশন জানায়, ২৪X৭ কন্ট্রোলরুম খুলছে কমিশন ৷ জেলায় জেলায় এই কন্ট্রোল রুম খোলার ব্যবস্থা করেছে কমিশন ৷ সোমবার থেকেই খোলা হবে এই বিশেষ কন্ট্রোলরুম ৷
এই কন্ট্রোল রুম থেকে ভোটারদের ফোন করা হবে ৷ নির্বাচন সংক্রান্ত যাবতীয় অভিযোগ ভোটাররা এই কন্ট্রোলরুমে ফোন করে জানাতে পারবেন ৷ এছাড়া ডিএম এবং এসডিওদের প্রতিদিন স্পর্শকাতর এলাকা পরিদর্শন করার নির্দেশ দিলেন অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক দিব্যেন্দু সরকার ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Control room, Election Commission, Election Commissioner, West Bengal Assembly Election, West Bengal Assembly Election 2016