ইডেনের পিচ নিয়ে কি জানাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায় ?

ইডেনের উইকেট নিয়ে খুব একটা আশার কথা শোনাচ্ছেন না স্বয়ং সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ৷

  • Last Updated :
  • Share this:

    #কলকাতা: কানপুর জয় করার পরেই টিম ইন্ডিয়ার পক্ষ থেকে একটা বিষয় স্পষ্ট করে দেওয়া হয়েছিল ৷ সেটা হল ইন্দোর পর্যন্ত অপেক্ষা করে না থেকে ইডেনেই তাঁরা টেস্ট সিরিজ শেষ করতে চায় ৷ আর এর জন্য কানপুরের মতো কলকাতাতেও চাই টার্নিং ট্র্যাকই ৷  কারণ স্পিন জাদুতে উইলিয়ামসনদের বিধ্বস্ত করেই সিরিজে হাতের মুঠোয় করতে এখন বদ্ধপরিকর কোহলি ব্রিগেড ৷

    যদিও ইডেনের উইকেট নিয়ে খুব একটা আশার কথা শোনাচ্ছেন না স্বয়ং সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ কারণ এখানে  টার্নিং ট্র্যাক আদৌ পাওয়া যাবে কি না, তা নিয়ে এখনও ঘোর অনিশ্চিয়তা ৷ টেস্ট শুরুর আগে সবচেয়ে বড় চিন্তা এখন বৃষ্টি ৷ কারণ টেস্টের প্রথম দু’দিন কলকাতায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর ৷ এছাড়া টেস্ট শুরুর আগেও মাঝেমধ্যেই বৃষ্টি হচ্ছে ৷ তাই বেশি সময়েই পিচ কভারে ঢাকা থাকছে ৷ ইডেনের উইকেট টার্নিং ট্র্যাক বানানোটা কেন সমস্যার হচ্ছে, সেব্যাপারে সৌরভ গঙ্গোপাধ্যায় জানান, যে এত বৃষ্টির জন্যই পিচ অনেক বেশি স্যাঁতস্যাঁতে ৷ ঠিকঠাক রোদ না পেলে এই উইকেট থেকে সেরকম টার্ন না আশা করাই ভাল ৷

    পিচে ঘাসও রয়েছে ৷ তাই শুরুর দিকে পেসাররাও এই উইকেট থেকে সাহায্য পাবেন ৷ হঠাৎ হঠাৎ বৃষ্টি হচ্ছে বলে অনেকক্ষণই কভার দিয়ে ঢেকে রাখা হচ্ছে উইকেট। টানা রোদ পাওয়া মুশকিল হয়ে দাঁড়িয়েছে। এবং আরও আশঙ্কার, টেস্টের মধ্যেও বৃষ্টির পূর্বাভাস থাকছে শহরে। সব মিলিয়ে এখনও যা পরিস্থিতি, ইডেন উইকেট নিয়ে অশ্বিন-জাদেজাদের খুশি হওয়ার কথা নয়।

    First published:

    Tags: Cricket Association of Bengal, Eden Gardens, Eden Pitch, Kolkata, Saurav Ganguly, Turning Pitch