Home /News /kolkata /
আগামী বছর গোড়াতেই টেস্ট পেতে পারে ইডেন

আগামী বছর গোড়াতেই টেস্ট পেতে পারে ইডেন

২০১৭-র শুরুতেই ইডেনে হতে পারে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচ৷ বছরের গোড়াতেই ৪ টেস্টের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ভারতে আসবে ক্যাঙারুরা ৷ টি২০ বিশ্বকাপ ফাইনাল এবং আইপিএল প্লে-অফ আনার পর এবার ইডেনে টেস্ট আয়োজনের ব্যাপারেও আশাবাদী সিএবি প্রেসিডেন্ট ৷

আরও পড়ুন...
 • Pradesh18
 • Last Updated :
 • Share this:

  #কলকাতা:  ২০১৭-র শুরুতেই ইডেনে হতে পারে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচ৷ বছরের গোড়াতেই ৪ টেস্টের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ভারতে আসবে ক্যাঙারুরা ৷  টি২০ বিশ্বকাপ ফাইনাল এবং আইপিএল প্লে-অফ আনার পর এবার ইডেনে টেস্ট আয়োজনের ব্যাপারেও আশাবাদী সিএবি প্রেসিডেন্ট ৷ শুধু টেস্টই নয়, কলকাতার ক্রিকেটপ্রেমীদের জন্য থাকছে ওয়ান ডে-ও ৷ অক্টোবরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটি একদিনের ম্যাচ পাওয়ার সম্ভাবনা ইডেনের ৷ তবে এত কিছুর মধ্যেও আইপিএল মিটলে ইডেনের নিকাশী ব্যবস্থাকে ঢেলে সাজানোটাই এখন প্রাথমিক লক্ষ্য সৌরভ গঙ্গোপাধ্যায়ের ৷

  First published:

  Tags: Eden Gardens, India-Australia, Kolkata, New Zealand, Test Match

  পরবর্তী খবর