Home /News /kolkata /
ইডেনে ভারত-নিউজিল্যান্ড টেস্টকে স্মরণীয় করতে বাড়তি উদ্যোগ সিএবির

ইডেনে ভারত-নিউজিল্যান্ড টেস্টকে স্মরণীয় করতে বাড়তি উদ্যোগ সিএবির

এই ম্যাচকে স্মরণীয় করে রাখতে আয়োজনে কোনও খামতি রাখতে চাইছে না সিএবি ৷

 • Pradesh18
 • Last Updated :
 • Share this:

  #কলকাতা : ইডেনে ভারত-নিউজিল্যান্ড টেস্ট ম্যাচ নিয়ে উৎসাহ এখনও সেভাবে চোখে পড়েনি শহরবাসীর মধ্যে ৷ কিন্তু এই ম্যাচকে স্মরণীয় করে রাখতে আয়োজনে কোনও খামতি রাখতে চাইছে না সিএবি ৷ ফান জোন, কিডস জোন, কর্পোরেট ক্রিকেট, বিনোদনমূলক নানা প্রতিযোগিতা- টেস্ট ম্যাচকে আকর্ষণীয় করে তুলতে যা যা করা দরকার সবই করছে সিএবি ৷

  পুজোর সময় টেস্ট বলেই হয়তো এই ম্যাচ দেখতে মাঠ ভরার ক্ষেত্রে সন্দেহ একটা থেকেই যাচ্ছে ৷ কোহলিদের বিপক্ষ দল নিউজিল্যান্ডকে নিয়েও সেভাবে উৎসাহী নয় কলকাতার ক্রিকেটপ্রেমীরা ৷

  এদিকে ইডেনে ৫০ বছর পর এই প্রথম ভারত-নিউজিল্যান্ড টেস্ট হচ্ছে। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে যা শুরু হবে। ইডেনে ভারত-নিউজিল্যান্ড শেষ টেস্ট হয়েছিল ১৯৬৫ সালে। সেই ম্যাচ অবশ্য ড্র হয়েছিল ৷ কিন্তু নিউজিল্যান্ডের বার্ট সার্টক্লিফ এবং ভারতের নবাব মনসুর আলি খান পটৌডির জন্যই সেই টেস্টটি স্মরণীয় ৷ কারণ দু’জনেই দেড়শো রান করেন ওই টেস্টে ৷

  সার্টক্লিফ বা পটৌডি দু’জনেই এখন আর বেঁচে নেই ৷ কিন্তু ইডেনের ওই টেস্ট খেলেছিলেন, দু’দেশের এমন দুই সদস্যকে ৩০ সেপ্টেম্বর ইডেনে বিশেষ অতিথি হিসেবে আনতে চায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের সিএবি ৷ তবে দুই টিমের কোন সদস্যদের টেস্টের সময় আনা হবে ৷ সেটা এখনও চূড়ান্ত করা হয়নি ৷

  ইডেনে যে ঐতিহ্য নতুন নয়। বছর কয়েক আগে ইডেনে ভারত-ইংল্যান্ড টেস্ট ম্যাচের সময় টেড ডেক্সটার এবং নরি কন্ট্রাক্টরকে এনেছিল সিএবি। এ বারও যদি সিএবি ’৬৫-র দু’টো টিমের কাউকে আনলে, টেস্ট আরও বর্ণময় হবে নিঃসন্দেহে। এমনিতেই লর্ডসের ধাঁচে নিউজিল্যান্ড টেস্টের আগেই ইডেনের ঘণ্টা বসে যাচ্ছে। শোনা গেল, অর্ডার নাকি চলে গিয়েছে। দিন কুড়ির মধ্যে তা এসেও যাওয়ার কথা। এমনও ভাবনাচিন্তা চলছে যে, ইডেন বেলের উদ্বোধন ’৬৫ টেস্টের দুই প্রাক্তনকে দিয়েই করানো যায় কি না।

  First published:

  Tags: CAB, Cricket Association of Bengal, Eden Gardens, India-New Zealand Test, Saurav Ganguly

  পরবর্তী খবর