সবজির চড়া দাম, বিভিন্ন বাজারে হানা EB আধিকারিকদের

বিভিন্ন জায়গায় টানা বৃষ্টির জেরে সবজির আগুন দাম। সবজি কিনতে পকেটের অতিরিক্ত কড়িই খসাতে হচ্ছে আম জনতাকে।

  • Last Updated :
  • Share this:

    #কলকাতা: বিভিন্ন জায়গায় টানা বৃষ্টির জেরে সবজির আগুন দাম। সবজি কিনতে পকেটের অতিরিক্ত কড়িই খসাতে হচ্ছে আম জনতাকে। দাম নিয়ন্ত্রণে আনতে রবিবার কলকাতার বিভিন্ন বাজারে হানা দিল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ।  ইবি-এর আধিকারিকরা দোকানদারদের কার্যত হুমকি দেন, বাড়তি দাম নিলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

    হাওড়া, হুগলি, বর্ধমান, বাঁকুড়ায় টানা বৃষ্টি সবজি চাষে প্রভাব ফেলেছে। কলকাতার বাজারে সবজির দাম আগুন। কিন্তু দাম নিয়ন্ত্রণ আনতে তৎপর সরকার। সেইমতো রবিবারের দুপুরে এন্টালি, মানিকতলা, পোস্তা বাজারে হানা দেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা। সবজি বাজার, মাছ-মাংসের দোকান সহ একাধিক জায়গা ঘুরে ঘুরে দাম খতিয়ে দেখেন তাঁরা। কোনও দোকানদার বেশি দাম নিচ্ছে অভিযোগ পেলে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চের ডিসি, রবীন্দ্রনাথ সরকার।

    চলতি সপ্তাহে শহরের বাকি বাজারগুলিতেও যাবেন EB আধিকারিকরা। ক্রেতা, বিক্রেতাদের সঙ্গে দরকারে বৈঠকেও বসতে পারেন তাঁরা। লক্ষ্য একটাই, যে কোনও মূল্যে ন্যায্য দামে সবজি সহ অন্য খাদ্যসামগ্রী সাধারণের নাগালে আনা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অতিরিক্ত দামে রাশ টানতেই এনফোর্সমেন্ট ব্রাঞ্চের এই উদ্যোগ ৷

    First published:

    Tags: Bengali News, Enforcement Branch, ETV News Bangla, High Price, Kolkata, Vegetable, Vegetable Market Of kolkata