#কলকাতা: ভোটার, প্যান বা আধার কার্ড ছাড়া বর্তমানে আর কোনও কাজই প্রায় করা সম্ভব নয় ৷ যে কোনও দরকারি কাজের জন্যই প্রয়োজন এই কার্ডগুলির ৷ কারণ এগুলিই হল আপনার সচিত্র পরিচয়পত্র ৷ তবে এই জরুরি জিনিসগুলিই অনেকেই ঠিকসময় তৈরি করে উঠতে পারেন না ৷ তাঁদের জন্য সুখবর ৷ কারণ পরিচয়পত্র তৈরি করা এখন আর তেমন কঠিন কাজ নয় ৷
কীভাবে আধার কার্ড, প্যান কার্ড তৈরি করবেন তার প্রক্রিয়াগুলি জেনে নিন :-
Common Services Centers (CSCs)-এর ওয়েবসাইটে যান। ওয়েবসাইটে যে কার্ডের ফর্মের জন্য যা চার্জ লাগবে তা আপনাকে প্রদান করতে হবে। এখান থেকে আপনি রঙিন ভোটার কার্ডও তৈরি করতে পারবেন। প্যান কার্ড তৈরির জন্য আপনাকে ১০৭ টাকা দিতে হবে। আধার কার্ডের জন্য খরচ আরও কম ৷ মাত্র ২০ থেকে ৩০ টাকা লাগবে আধার কার্ডের জন্য।
শুধু ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ডই নয়, এখান থেকে আপনি পাসপোর্টও তৈরি করতে পারবেন। পাসপোর্ট তৈরির জন্য ফর্ম আপনি এখানেই ফিলআপ করে নিন। তাই বিশাল লাইন দেওয়ার দিন শেষ ৷ Common Services Centers (CSCs)-এর সুবিধা পাওয়ার জন্য আপনার খরচ মাত্র ১০০ টাকা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Aadhar Card, Common Services Center, CSC, Pan Card, Voter ID Card