#কলকাতা: বৃহস্পতিবার সামনে মহমেডান। সাদা-কালোকে হারিয়েই টানা সাতবার কলকাতা লিগ জয়ের অনন্য রেকর্ড গড়ে ফেলতে চাইছেন ইস্টবেঙ্গল কোচ রিচার্ড ড্রাইডেন। ইস্টবেঙ্গল ফুটবলাররাও মিনি ডার্বিতেই ৩ পয়েন্ট ঘরে তুলতে চাইছেন।
কল্যানীর মিনি ডার্বিতেই টানা সাতবার লিগ জয়ের রেকর্ড গড়ে ফেলতে চায় লাল-হলুদ। চিফ কোচ ট্রেভর মর্গ্যান এখন অস্ট্রেলিয়ায় রয়েছেন। মহমেডান ম্যাচের পর সহকারী কোচ রিচার্ড ড্রাইডেনেরও ফিরে যাওয়ার কথা। আইএসএলও দরজায় কড়া নাড়ছে। এমন অবস্থায় ফুটবলারদের ফোকাস যাতে নড়ে না যায় তাই বাড়তি সতর্ক গোটা দল। মহমেডান ম্যাচকেই লিগের ফাইনাল ধরে এগোতে চাইছে ইস্টবেঙ্গল। ম্যাচ জিতেই সেলিব্রেশনের প্রস্তুতি সারা। ডং-মেহতাব-ডিকা-অবিনাশদের নিয়ে আক্রমনাত্মক ফুটবলেই বাজিমাত করতে চাইছেন রিচার্ড ড্রাইড্রেন।
ম্যাচের আগের দিন হাওড়া স্টেডিয়ামেই প্র্যাকটিস করবে ইস্টবেঙ্গল। ম্যাচের আগে ট্রেভর মর্গ্যানের টিপস নিয়েই দল সাজাবেন সহকারী কোচ ড্রাইড্রেন।
এদিকে রিওতে পদক জেতায় বিশ্ব র্যাঙ্কিংয়ে সেরা পাঁচে উঠে এলেন কুস্তিগির সাক্ষী মালিক। রিও অলিম্পিকে প্রথম পদক এসেছিল তাঁর হাত ধরেই। ব্রোঞ্জ জিতে দেশের মুখে হাসি ফুটিয়েছিলেন এই মেয়ে। আর কয়েকদিনের মধ্যেই পেলেন সুখবর। মহিলাদের ৫৮ কেজি বিভাগে চার নম্বরে উঠে এলেন সাক্ষী। এটাই তার জীবনের এখনও পর্যন্ত সেরা র্যাঙ্কিং।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: CFL, East Bengal, Kolkata Football League, ইস্টবেঙ্গল, কলকাতা লিগ