corona virus btn
corona virus btn
Loading

লিগে দুই প্রধানের দুই কোচের মগজের লড়াই দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা

লিগে দুই প্রধানের দুই কোচের মগজের লড়াই দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা
Photo Courtesy: East Bengal

দুই প্রধানের হটসিটেই এবার জেন নেক্সট। লাল-হলুদে ‘মাচো’ খালিদের পাল্টা সবুজ-মেরুনের ‘কুল-কুল’ শঙ্কর।

  • Share this:

#কলকাতা: দুই প্রধানের হটসিটেই এবার জেন নেক্সট। লাল-হলুদে ‘মাচো’ খালিদের পাল্টা সবুজ-মেরুনের ‘কুল-কুল’ শঙ্কর। দুই কোচের মগজধোলাই-র টক্করে লিগের লড়াই এবার জমে ক্ষীর। ডেডিকেশন থেকে আধুনিক ফুটবল বোধ। খালিদ-শঙ্কর এক্কেবারে নেক টু নেক।

কিন্তু দুই কোচেরই একটা বিষয়ে অজ্ঞতা দেখে অবাক হতে হয়। দুই দলেই ফুটবলারদের মধ্যে প্রথম এগারোয় ঢোকার টানটান লড়াই। অথচ অনুশীলনে বা ওয়ার্ম আপ ম্যাচে সিনগার্ড ছাড়াই নেমে পড়ছেন ফুটবলাররা। সেটাও আবার খালিদ বা শঙ্করের উপস্থিতিতেই। বৃষ্টি ভেজা ভারি মাঠে আলতো ট্যাকলেও যে কোনও সময়ে সিন গার্ড ছাড়া নামার খেসারত দিতে হতে পারে কিংশুক, রফিক, অর্ণবদের।

অন্য কেউ হলে তবু কথা ছিল। কিন্তু খালিদভাই বা শঙ্করদা-র মত আধুনিক মনস্ক কোচের থেকে এই কেয়ারলেসনেসটা কাঙ্খিত নয়।

First published: July 27, 2017, 2:33 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर