Home /News /kolkata /
অল্প সময়ের জন্য হঠাৎই জুনিয়র স্মৃতি ফিরে এসেছিল ময়দানে !

অল্প সময়ের জন্য হঠাৎই জুনিয়র স্মৃতি ফিরে এসেছিল ময়দানে !

আচমকা একটা বল ধরতে গিয়ে গুরবিন্দর সিংহের সঙ্গে ধাক্কা লাগে গোলরক্ষক দিব্যেন্দু সরকারের। তখনই মাটিতে লুটিয়ে পড়েন তিনি ৷

 • Pradesh18
 • Last Updated :
 • Share this:

  #কলকাতা :   খেলার মাঠে দুর্ঘটনার খবর এখন প্রায়শই শোনা যায় ৷ ক্রিকেট মাঠ হোক বা ফুটবল, দুর্ঘটনায় মৃত্যুর খবর কোনও নতুন নয় ৷ মঙ্গলবার ময়দানে যেন ১২ বছর আগের জুনিয়রের স্মৃতিই আবার ফিরে এসেছিল ৷ হাওড়া স্টেডিয়ামে নিজেদের মধ্যে অনুশীলন ম্যাচ খেলছিলেন ইস্টবেঙ্গল ফুটবলাররা ৷ আচমকা একটা বল ধরতে গিয়ে গুরবিন্দর সিংহের সঙ্গে ধাক্কা লাগে গোলরক্ষক দিব্যেন্দু সরকারের। তখনই মাটিতে লুটিয়ে পড়েন তিনি ৷ বেশ কিছুক্ষণ জ্ঞান ছিল না তাঁর ৷ প্রাথমিক চিকিসার পর অবশ্য জ্ঞান ফেরে দিব্যেন্দুর ৷

  ক্লাব সূত্রে জানানো হয়েছে, সিটি স্ক্যান করা হয়েছে দিব্যেন্দুর ৷ আপাতত অনেকটাই সুস্থ রয়েছেন তিনি ৷ তবে আগামী ছ’দিনের একটা নিয়মের তালিকা করে দেওয়া হয়েছে। যেমন, প্রথম দিন পুরো বিশ্রাম, তার পর ধীরে ধীরে জগিং। ছ’দিন পর সব ঠিক থাকলেই প্র্যাকটিসে নামতে পারবেন দিব্যেন্দু। সিটি স্ক্যানের রিপোর্ট ঠিক আছে বলেই জানিয়েছেন ক্লাবের সহ-সচিব ও ডাক্তার শান্তিরঞ্জন দাশগুপ্ত ৷ ইস্টবেঙ্গলের নিজস্ব অ্যাম্বুল্যান্স রয়েছে ৷ সেটার প্রয়োজন এদিন না পড়লেও ফুটবলারদের নিয়ে ভবিষ্যতে আরও বাড়তি সতর্ক থাকার কথা জানিয়েছেন ক্লাব কর্তৃপক্ষ ৷

  First published:

  Tags: Accident, CFL, Dibyendu Sarkar, East Bengal, East Bengal Practice, Goal Keeper, Kolkata, ইস্টবেঙ্গল

  পরবর্তী খবর