বাগানের শাস্তির দাবি ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকারের

ডার্বি নিয়ে নাটক করছে মোহনবাগান। কটাক্ষ ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকারের।

  • Last Updated :
  • Share this:

    #কলকাতা:  ডার্বি নিয়ে নাটক করছে মোহনবাগান। কটাক্ষ ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকারের। বাগান কর্তাদের বিরুদ্ধে তোপ দেগে তাঁর অভিযোগ, ঘরের মাঠে টালিগঞ্জ ম্যাচকে খুন করা হয়েছে। গোটা ঘটনার জন্য বাগানের শাস্তি দাবি করেছেন তিনি।

    কল্যাণীতে ডার্বি জট------------

    টালিগঞ্জের সঙ্গে রিপ্লের দাবি, আগে রিপ্লে পরে ডার্বি দাবি মোহনবাগানের

    আগে ডার্বি, পরে রিপ্লে, পাল্টা জানাল আইএফএ

    কল্যাণী নিয়ে প্রশ্ন তুলল মোহনবাগান, অস্থায়ী গ্যালারি নিয়ে প্রশ্ন

    বাগানের চিঠিতে অস্থায়ী গ্যালারি নিয়ে আইএফএ-র তৎপরতা

    কল্যাণী স্টেডিয়ামে পূ্র্ত কর্তারা, বাতিল অস্থায়ী গ্যালারি

    বাড়াতে হবে সদস্য টিকিটের সংখ্যা, সময় দিতে হবে ৪৮ ঘণ্টা

    ফের বাগানের শর্তে চাপে আইএফএ, বৈঠক করে ডার্বি খেলার অনুরোধ

    ৭ তারিখ ম্যাচ না হলে ডার্বি নয়, অবস্থান স্পষ্ট করল ইস্টবেঙ্গল

    বাগান কর্তারা হঠাৎ করেই অনড় হয়ে উঠলেন ডার্বির আগেই রিপ্লে খেলার জন্য। চিঠি দিয়ে জানানো হল আইএফএ’কে। লিগ সাব-কমিটির বৈঠক ডেকে নিয়ামক সংস্থাও পাল্টা জানালো আগে ডার্বি, পরে রিপ্লে। অনড় মোহনবাগান দ্বিতীয় ইস্যু খুঁচিয়ে তুলল কল্যাণীর অস্থায়ী গ্যালারিকে টার্গেট করে। ফের চিঠি। ম্যাচের বাহাত্তর ঘণ্টা আগে পূর্ত দফতরের রিপোর্টে তা-ও বাতিল। শেষ হাতিয়ার হিসেবে উঠে এল সদস্য টিকিটের সংখ্যা বাড়ানো এবং ম্যাচ আগে আটচল্লিশ ঘণ্টা সময় চাওয়া।

    এই গোটা ঘটনাকে এককথায় নাটক বলেই মনে করছেন ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার।

    এক অশুভ শক্তির সাহায্যে চলছে আইএফএ। নাম না করলেও বাগানের ইঙ্গিত এখানে ইস্টবেঙ্গল। এদিন দেবব্রত সরকারের পাল্টা অভিযোগ, রেফারি ম্যানেজ করতে পারেনি বলেই ডার্বি থেকে সরে আসছে মোহনবাগান।

    মাঠে বল পড়বে কি না জানা নেই। তবে দেবব্রত সরকারের এই অভিযোগে নতুন বিতর্ক যে উঠে গেল তা স্পষ্ট।

    First published:

    Tags: CFL, East Bengal, IFA, Kolkata Football League, Mohun Bagan, ইস্টবেঙ্গল, কলকাতা লিগ, মোহনবাগান