#কলকাতা: চির প্রতিদ্বন্দ্বী মোহনবাগানে পয়েন্ট টেবলে সমান-সমান। এই পরিস্থিতিতে আজ কলকাতা প্রিমিয়ার লিগে সেনা একাদশের সামনে ইস্টবেঙ্গল। বারাসতে জয়ের হ্যাটট্রিক চান মর্গ্যান। তবে অস্বস্তি ডংয়ের অফ ফর্ম।
মাঠে নামার আগেই হোঁচট লাল-হলুদ শিবিরে। চোটের তালিকায় নাম উঠল রাইট ব্যাক সামাদ আলির। যা পরিস্থিতি তাতে বেশ কয়েকটি ম্যাচে অনিশ্চিত তিনি। এই অস্বস্তির মাঝেই শুক্রবার আর্মি একাদশের বিরুদ্ধে নামছে ট্রেভর মরগ্যানের দল। যাঁরা গত মরশুমে ইস্টবেঙ্গলকে কার্যত ঘোল খাইয়ে ছিল।
ম্যাচ জিতলেও, এখনও চেনা ছন্দে নেই টিজিএম অ্যান্ড কোম্পানি। তাই সতর্ক হওয়া ছাড়া উপায় নেই ব্রিটিশ কোচের। প্রথম দল নিয়েও ধোঁয়াশা রাখলেন । বিশ্রামে থাকতে পারেন গুরবিন্দার। এমনকী, ডংয়ের ঠাঁই হতে পারে রিজার্ভে। ফলে শুরু করবেন আদিলেজা। স্বস্তি একটাই চোট সারিয়ে ফিরছেন ডিকা।
প্রথম দু’টি ম্যাচ কল্যাণীতে। তৃতীয় ম্যাচেই আর্মি বিরুদ্ধে কৃত্রিম ঘাসে ফিরছে ইস্টবেঙ্গল। তাতে কোনও অসুবিধা নেই বলে দাবি ইস্টবেঙ্গল কোচের। পয়েন্ট সমান হলেও গোল পার্থক্যে টেক্কা দিচ্ছে মোহনবাগান। তাই শুক্রবার এই ম্যাচ থেকে তিন পয়েন্টই চায় টিম ইস্টবেঙ্গল।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Army eleven, East Bengal, ETV News Bangla, Kolkata Football League