#কলকাতা: দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলরের রহস্য মৃত্যু। রবিবার দুপুরে বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার হয় মহিলার ঝুলন্ত দেহ। দক্ষিণ দমদম পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সঞ্জিতা দত্ত।
লেকটাউনে এসকে দেব রোডের এক বহুতলে স্বামী দুই সন্তানের সঙ্গে থাকতেন। গতকাল সকালে নিজের পুর এলাকায় ডেঙ্গি সচেতনতায় প্রচার চালান। বাড়ি ফেরার পর থেকে একাই ছিলেন। সেই সময় ব্যক্তিগত কাজে পাশের পাড়ায় গিয়েছিলেন স্বামী কৃষ্ণপদ দত্ত। বাড়িতে ছিল না দুই ছেলেও ৷ অভিযোগ দুপুর নাগাদ বছর পনেরোর-র ছোট ছেলে বাড়ি ফিরে বন্ধ ঘরে মহিলার ঝুলন্ত দেহ দেখতে পায়। পরে আরজিকর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষনা করে। ঘটনার তদন্তে লেকটাউন থানার পুলিশ।
দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ হাসপাতালে উপস্থিত ছিল অন্য তৃণমূল নেতারা ৷ সঞ্চিতা দেবীর মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশায় পুলিশ।