#কলকাতা: দক্ষিণ দমদম পুরসভার তিনটি ওয়ার্ডে লাফিয়ে বাড়ছে ডেঙ্গির প্রভাব। মধুগড়, দক্ষিণ সিঁথি এলাকায় আক্রান্তের সংখ্যা প্রায় একশো। অবস্থা এমনই দাঁড়িয়েছে, সামান্য জ্বরেও আতঙ্ক বাড়ছে এলাকাবাসীদের মধ্যে। পুরসভা অবশ্য বাসিন্দাদের সচেতনতার অভাবকেই দায়ি করে হাত ধুয়ে ফেলতে চাইছে। কিন্তু সত্যি কি পুরসভার কথা আর কাজে সামঞ্জস্য আছে?
ডেঙ্গির আতঙ্কে ত্রস্ত দক্ষিণ দমদম পুরসভার তিনটি ওয়ার্ড। ১২, ১৩ ও ১৪ নম্বর ওয়ার্ডেই ডেঙ্গি আক্রান্তের সংখ্যা একশো ছাড়িয়েছে। জ্বরে কাবু আরও বেশ কয়েকজন।
ডেঙ্গির বাড়বাড়ন্তের কথা মানছেন ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রবীর পাল। কিন্তু নাগরিকদের সচেতনতার অভাববেই তিনি দায়ি করছেন। তাঁর দাবি, আড়াই মাস আগে থেকেই পুরসভা ডেঙ্গি রোধে রাস্তায় নেমেছে। মধুগড়, দক্ষিণ সিঁথি এলাকায় সচেতনতার অভাবকেই দায়ি করেছেন মেয়র পারিষদ দেবাশিস
পুরসভার উদ্যোগ বাড়লেও গাফিলতিও যে আছে, সে কথা মানছেন স্থানীয়রাও।
এলাকার বাস্তব ছবিটাও কিন্তু পুরসভার দাবির সঙ্গে মিলছে না। এলাকায় জমা জল, আস্বাস্থ্যকর পরিবেশ তৈরি করছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।