বিদ্যুৎবিভ্রাটের জেরে জন্য বন্ধ ভারতের সর্ববৃহৎ ও প্রাচীন যাদুঘর

অভ্যন্তরীণ বিদ্যুৎবিভ্রাটের জেরে দিনভর বন্ধ ভারতীয় যাদুঘর। মন খারাপ দর্শকের। কর্তৃপক্ষের দাবি, ঐতিহ্যশালী যাদুঘরের সুরক্ষা ও নিরাপত্তা বজায় রাখতেই গ্যালারি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

  • Last Updated :
  • Share this:

    #কলকাতা:  অভ্যন্তরীণ বিদ্যুৎবিভ্রাটের জেরে দিনভর বন্ধ ভারতীয় যাদুঘর। মন খারাপ দর্শকের। কর্তৃপক্ষের দাবি, ঐতিহ্যশালী যাদুঘরের সুরক্ষা ও নিরাপত্তা বজায় রাখতেই গ্যালারি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

    প্রশ্ন উঠছে, ৯৭ কোটি টাকা খরচ করে যাদুঘরের রেস্টোরেশন করা হলেও, কেন বিদ্যুৎবিভ্রাট এড়ানো গেল না? কেন কোনও বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা নেই দেশের সবচেয়ে বড় এবং প্রাচীন এই সংগ্রহশালায়?

    নিয়মিত প্রতি সোমবার বন্ধ থাকে ভারতীয় যাদুঘর। তার উপর বিদ্যুৎ বিভ্রাটের জেরে মঙ্গলবার দুপুর থেকে বুধবার দিনভর বন্ধ দেশের সবচেয়ে বড় এবং প্রাচীন সংগ্রহশালা। গ্যালারি বন্ধ থাকায় এক বুক হতাশা নিয়ে ফিরে যাচ্ছেন দূর-দূরান্ত থেকে আসা দর্শক।

    ৯৭ কোটি টাকা খরচ করে যাদুঘরের রেস্টোরেশন এবং বিদ্যুৎ পরিষেবার কাজ করে ন্যাশনাল বিল্ডিং কনস্ট্রাকশন কর্পোরেশন বা এনবিসিসি। ঘটনার সাফাই দিয়ে যাদুঘর কর্তৃপক্ষ দাবি করেছেন , সিইএসসি-র বিদ্যুৎ পরিষেবা নয়, যাদুঘরের অভ্যন্তরে বড়সড় বিদ্যুৎ ঘাটতির ফলেই মঙ্গলবার থেকে যাদুঘরের বেশ কয়েকটি গ্যালারি বিদ্যুৎ-বিচ্ছিন্ন।

    124

     এর ফলেই প্রশ্ন উঠছে, দেশের বৃহত্তম যাদুঘরে কেন কোনও বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা করা যাচ্ছে না ? কেন ৬টি গ্যালারির বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ায় গোটা যাদুঘর বন্ধ রাখতে হল? এই সিদ্ধান্তে বোর্ড অফ ট্রাস্টির চেয়ারম্যান তথা রাজ্যপালের অনুমতি নেওয়া হয়েছিল কিনা?

    ভারতীয় যাদুঘরের দায়িত্বপ্রাপ্ত অধিকর্তা সায়ন ভট্টাচার্য জানিয়েছেন, বিদ্যুৎ না থাকার ফলে বন্ধ রয়েছে সিসিটিভি ৷ যাদুঘরের বাকি গ্যালারিতে বিদ্যুৎ থাকলেও  নিরাপত্তার কারণেই সমগ্র যাদুঘর বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

    এশিয়াটিক সোসাইটির উদ্যোগে ১৮১৪ সালে কলকাতায় খোলা হয় ভারতের সর্ববৃহৎ ও প্রাচীন যাদুঘরটি ৷ কলকাতায় ঘুরতে আশা পর্যটকদের পাশাপাশি কলকাতাবাসীদেরও দ্রষ্টব্য স্থান ভারতীয় যাদুঘর ৷ ঐতিহ্য ধরে রাখতে এখন যুদ্ধকালীন তৎপরতায় কাজ করে যাদুঘর খোলার পক্ষেই আশাবাদী কর্তৃপক্ষ।

    First published:

    Tags: Bengali News, ETV News Bangla, Indian Museum, Indian Museum Closed, Kolkata, ভারতীয় যাদুঘর