জুডিথের মঙ্গল কামনায় প্রার্থনা ডি’সুজা পরিবারের

রবিবার জুডিথের মঙ্গল কামনায় প্রার্থনা করেন তাঁর মা ও বোন ৷ এদিনে সকালে ফতিমা চার্চে জুডিথের জন্য প্রার্থনা করতে যান তাঁর পরিবারের সদস্যরা ৷

  • Last Updated :
  • Share this:

    #কলকাতা: অপহরণের পর তিন-দিন কাটতে চলল। এখনও খোঁজ নেই জুডিথ ডি’সুজার।  তদন্ত কোন পথে? শনিববার রাত পর্যন্ত তা নিয়ে অন্ধকারে আফগানিস্থানে ভারতীয় দূতাবাসও। এই পরিস্থিতিতে মেয়েকে ফেরাতে শনিবার মিশনারিজ অফ চ্যারিটিজেরও সাহায্য চাইল ডি’সুজা পরিবার। জুডিথকে ফেরাতে রাজ্য সরকারও ব্যবস্থা নিচ্ছে বলে শনিবার নবান্নে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।অপহরণের পর কেটে গিয়েছে তিন-দিন। অথচ অপহরণের ব্যাপারে প্রাথমিক তথ্যটুকুও মিলল না। ঘটনার প্রত্যক্ষদর্শী সহ বেশ কয়েকজনকে জেরা করলেও পরে তাদের ছেড়ে দেওয়া হয়। জুডিথের ব্যাপারে নতুন তথ্য দিতে পারেনি ভারতীয় দূতাবাসও। সেকথা জানিয়েই টুইট করেন ভারতীয় রাষ্ট্রদূত।

    দুশ্চিন্তার মধ্যেই দিন কাটাতে হচ্ছে ডিসু’জা পরিবার ৷ মেয়ে ফিরে আসবে, এই আশাটুকুই এখন সম্বল তাঁদের কাছে ৷ তাই রবিবার জুডিথের মঙ্গল কামনায় প্রার্থনা করেন তাঁর মা ও বোন ৷  এদিনে সকালে ফতিমা চার্চে জুডিথের জন্য প্রার্থনা করতে যান তাঁর পরিবারের সদস্যরা ৷ জুডিথের সঙ্গে পরিবারের ছবি ট্যুইট করে উদ্বেগ প্রকাশ করেছেন তাঁর দাদা জেরম ডিসুজা ৷গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত মাসেই কর্মরত ভারতীয় ও ভারতীয় বংশোদ্ভুতদের সতর্ক হওয়ার নির্দেশ দিয়েছিল ভারতীয় দূতাবাস। নিরাপত্তার স্বার্থে জারি হয়েছিল এক দফা নির্দেশিকাও। অনেকেই যে তা মানছেন না, জুডিথের ঘটনায় তা স্পষ্ট।

    তিন-দিনেও মেয়ের খোঁজ না পেয়ে আরও ভেঙে পড়েছে ডি’সুজা পরিবার। এই বিপদে সকলকে পাশে দাঁড়ানোর আবেদন জুডিথের দাদার।এন্টালির ডি’সুজা পরিবারের মেয়েকে ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে উদ্যোগী রাজ্য সরকারও। সেকথা জানিয়েই শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, জুডিথকে ফেরাতে প্রয়োজনীয় সব পদক্ষেপ করা হচ্ছে। বিদেশমন্ত্রকের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখছেন সাংসদ ডেরেক ও ব্রায়েন।মিশনারিজ অফ চ্যারিটিজের সক্রিয় সদস্য ছিলেন জুডিথ। আন্তর্জাতিক শাখার মাধ্যমে আফগানিস্থানে জুডিথের মুক্তি নিয়ে উদ্যোগী হচ্ছে তাঁরা। শনিবার অ্যালেন পার্ক থেকে সেন্ট জেভিয়ার্স কলেজ পর্যন্ত মোমবাতি মিছিলেও জেগে থাকল জুডিথের জন্য প্রার্থনা।

    First published:

    Tags: Bengali News, ETV News Bangla, Judith D'Souza, Kabul, Kolkata Girl Abducted, Prayer