#বারাসত: বহু প্রতীক্ষার পর অবশেষে প্রত্যাশা পূরণ ৷ বৃহস্পতিবারই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ১৫ শতাংশ ডিএ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ একইসঙ্গে বহুদিন ধরে বকেয়া থাকা ডিএ-ও মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি ৷ কিন্তু রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের মতে, এসবই ভোটের আগের রাজনীতি ৷
সামনেই পঞ্চায়েত ভোট ৷ নির্বাচনের দামামা বাজার আগেই ঘর গুছোতে চাইছে সব দল ৷ এদিন বারাসতে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রীর ডিএ ঘোষণার প্রবল সমালোচনা করলেন ৷ তিনি বলেন, রাজ্যের এত দেনা মাথায় নিয়ে জানুয়ারির মধ্যে ১৫%দেওয়ার ঘোষণা পঞ্চায়েতকে সামনে রেখে স্বান্ত্বনা মাত্র ।
এতেই শেষ নয় মুখ্যমন্ত্রীর বক্তৃতার ভাষা নিয়েও অভিযোগ করেন দিলীপ ঘোষ ৷ গতকাল তৃণমূল সরকারি কর্মী সংগঠনের সমাবেশে ডিএ নিয়ে বক্তব্য রাখার সময় তিনি বলেন, ‘ডিএ নিয়ে অযথা ঘেউ ঘেউ-মিউ মিউ করবেন না...’ মুখ্যমন্ত্রীর ওই মন্তব্য প্রসঙ্গে রাজ্য বিজেপি সভাপতি বলেন,
পরের লোকসভার কথা ভেবে ভোট পাওয়ার লক্ষ্যে রাজনীতির হিসেব নিকেশ করে বাকি ডিএ দেওয়ার ঘোষণা । দিলীপ ঘোষের মন্তব্য , কেন্দ্র ডিএ বাড়িয়ে যাবে কিন্তু রাজ্যের এভাবে প্রতিযোগিতা করার অর্থ নেই ।সারা দেশে ঘুরে ঘুরে মোদীকে গালাগাল দিয়ে হয় না , কাজ করে দেখাতে হয় ৷
রাজ্যে সরকারি কর্মচারীদের ডিএ দীর্ঘদিন ধরে বকেয়া । ডিএ বাড়ানোর দাবিতে সরব ছিল রাজ্য সরকারী কর্মচারীদের একটি বড় অংশ। এনিয়ে হাইকোর্টে মামলার মুখেও পড়তে হয় রাজ্যকে। এদিনের সভায় ডিএ নিয়ে অবস্থান স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: CM Mamata Banerjee, DA, DA announcement, Dearness Allowance, Dilip Ghosh, State Government Employee