#বর্ধমান: ফের পাহাড় সমস্যা নিয়ে সরব হলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ বিমন গুরুঙকে নিয়ে শনিবার বর্ধমানে দিলীপ জানান, ‘গুরুংকে বাদ দিয়ে সমস্যা সমাধান সম্ভব নয় ৷ মুখ্যমন্ত্রী যদি চেষ্টা করেন ৷ তাহলে তা মুর্খের স্বর্গে বাস করার সামিল ৷
পাশাপাশি তিনি আরও বলেন, ‘ভোট পর্যন্ত আছি মোর্চার সঙ্গে ৷ মোর্চা আমাদের শরিক ৷ তাদের কিছু দাবি-দাওয়া আছে ৷ সরকারের উচিত সমাধান করা ৷ তা না করে দেশদ্রোহীর মতো আচরণ করছে ৷ তাতেই সমস্যা বাড়ছে ৷ সমস্যা জিইয়ে রেখে রাজনীতি করছেন মুখ্যমন্ত্রী ৷ গুরুং ও তার দলকে দুর্বল করতে মিথ্যে মামলা করা হচ্ছে ৷
একদিন আগেই ডিএ ঘোষণা নিয়ে মমতাকে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন এসবই ভোটের আগের রাজনীতি ৷ এতেই শেষ নয় মুখ্যমন্ত্রীর বক্তৃতার ভাষা নিয়েও অভিযোগ করেন দিলীপ ঘোষ ৷ গতকাল তৃণমূল সরকারি কর্মী সংগঠনের সমাবেশে ডিএ নিয়ে বক্তব্য রাখার সময় তিনি বলেন, ‘ডিএ নিয়ে অযথা ঘেউ ঘেউ-মিউ মিউ করবেন না...’ মুখ্যমন্ত্রীর ওই মন্তব্য প্রসঙ্গে রাজ্য বিজেপি সভাপতি বলেন, ‘রাজ্য সরকারি কর্মীদের ডিএ চাওয়ার পূর্ণ অধিকার আছে ।ভাষার শালীনতা না রেখে তাদের কুকুর বিড়ালের সঙ্গে তুলনা করা নিন্দনীয় ।৭১ হাজার কোটি টাকা প্রাপ্য রাজ্য সরকারী কর্মীদের, তা তারা চাইতে পারেন ।’