#কলকাতা: যাদবপুরে ছবি কাণ্ডে বিতর্ক নতুন করে উসকে দিলেন দিলীপ ঘোষ ৷ যাদবপুরের মেয়েদের ‘বেহায়া’ বলে অভিহিত করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ বিজেপি রাজ্য সভাপতির মন্তব্যে নতুন করে উঠল বিতর্কের ঝড় ৷
এদিন যাদবপুর কাণ্ড নিয়ে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে দিলীপ ঘোষ বলেন - ‘যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেয়েরা বেহায়া ৷ নিজেরাই ছেলেদের গায়ে পড়ছে আর অন্যকে দোষ দিচ্ছে ৷ অতি নিম্নস্তরের ওঁরা ৷ এই ধরনের অভিযোগ খুবই ওঁচা ৷ এই মেয়েগুলি মোটেই সমর্থনযোগ্য নয় ৷’ তাঁর আরও অভিযোগ, যেসব মেয়েরা নিজেরাই ওখানে হামলা চালাতে গিয়েছিলেন, তারাই নাকি আবার শ্লীলতাহানির অভিযোগ এনেছে ৷ বিজেপির রাজ্য সভাপতি আক্ষেপ, ‘বিশ্ববিদ্যালয়ের মান কোথায় নেমেছে! এত বড় একটা ইউনিভার্সিটির স্টুডেন্ট হয়ে নিজেদের প্রতি অশালীন অভিযোগ আনছে ৷’ এতেই থেমে থাকেননি দিলীপ ঘোষ ৷ যাদবপুরের ছাত্রীদের জন্য বিজেপি রাজ্য সভাপতি উপদেশ, ‘যাদের মানসম্মানের অত ভয় আছে সে মেয়েগুলি যায় কেন ওখানে ৷’
দিলীপ ঘোষের এই মন্তব্য শোনার পর যাদবপুরের ছাত্রী ত্রিপর্ণা দে সরকার নিজের প্রতিক্রিয়ায় জানান, ‘দিলীপ ঘোষের মন্তব্যের তীব্র নিন্দা করছি ৷ ওনার বক্তব্য পুরুষতান্ত্রিক চিন্তার জন্ম দিচ্ছে ৷ মহিলাদের উপর আক্রমণ চালাচ্ছে বিজেপি ৷’
অন্যদিকে, বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মন্তব্যে পরিচালক তরুণ মজুমদারও কড়া প্রতিক্রিয়া জানান ৷ তিনি বলেন, ‘নিন্দার ভাষা খুঁজে পাচ্ছি না ৷ ওনার শিক্ষার অভাব রয়েছে ৷’
গত শুক্রবার ৬ মে, সিনেমা দেখানোকে কেন্দ্র করে সরগরম হয়ে ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয় ৷ যাদবপুরের বামপন্থী পড়ুয়া সংগঠনের সঙ্গে এবিভিপি সমর্থকদের সংঘর্ষ, হাতাহাতিতে উত্তপ্ত হয়ে ওঠে যাদবপুর ৷ সংঘর্ষের সময় যাদবপুরের ছাত্রীদের তরফ থেকে এবিভিপি সমর্থকদের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ওঠে ৷
রাজনীতির ময়দানে আরও একবার বিতর্কিত মন্তব্যের লক্ষ্য মেয়েরা ৷ যাদবপুরের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের উদ্দেশ্যে দিলীপ ঘোষের এই মন্তব্যে আবারও সরগরম রাজ্য-রাজনীতি ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: BJP, Controversial Comment, Dilip Ghosh, Jadavpur University, JU Clash On Movie Screening