‘দিল্লিতে দরজা বন্ধ করে পেটাব’- তৃণমূল সাংসদদের দিলীপ ঘোষের হুমকি

ফের বিতর্কিত মন্তব্য শোনা গেল রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের মুখে ৷ আরও একবার তৃণমূল সাংসদদের হুমকি দিলেন দিলীপ ঘোষ ৷ দিল্লিতে থাকা সাংসদদের ‘পেটানোর’ সরাসরি হুমকি দিলেন বিজেপি রাজ্য সভাপতি ৷

  • Last Updated :
  • Share this:

    #পশ্চিম মেদিনীপুর: ফের বিতর্কিত মন্তব্য শোনা গেল রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের মুখে ৷ আরও একবার তৃণমূল সাংসদদের হুমকি দিলেন দিলীপ ঘোষ ৷ দিল্লিতে থাকা সাংসদদের ‘পেটানোর’ সরাসরি হুমকি দিলেন বিজেপি রাজ্য সভাপতি ৷

    এদিন পশ্চিম মেদিনীপুরে ভোট পরবর্তী হিংসার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচির একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, ‘দিল্লিতে থাকেন যে সব তৃণমূল সাংসদরা ৷ প্রথমে তাঁদের জল, আলো বন্ধ করব ৷ পরে দরজা বন্ধ করে তাঁদের পেটাব ৷ আমার ছেলে-পুলেরা সব তৈরিই আছে ৷ শুধু ১১টা নম্বর ডায়াল করার অপেক্ষা ৷ তারপর সব ছবি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব ৷’ দিলীপ ঘোষের এই মন্তব্যের পর নতুন শুরু হয়েছে বিতর্ক ৷

    গত সোমবার রাজ্য জুড়ে বিজেপি কর্মীদের উপর ভোট পরবর্তী হিংসার প্রতিবাদে কলকাতার হাজরা মোড়ে অবস্থান বিক্ষোভ করেন ৷ সেখানে দাঁড়িয়েও তৃণমূল সাংসদদের হুমকি দিয়েছিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ ৷

    First published:

    Tags: BJP, BJP Leader, Controversial Comment, Dilip Ghosh, West Bengal Assembly Election 2016