corona virus btn
corona virus btn
Loading

গম্ভীর নন, বিরাটের পছন্দ ধাওয়ানই

গম্ভীর নন, বিরাটের পছন্দ ধাওয়ানই

দ্বিতীয় টেস্টের আগে টিমের যা ইঙ্গিত তাতে গম্ভীর নন, বিরাটের পছন্দ ধাওয়ানই।

  • Share this:

#কলকাতা: কলকাতায় ভারতীয় দলের সঙ্গে যোগ দিলেন গৌতম গম্ভীর। তবে দ্বিতীয় টেস্টে তাঁর খেলা নিয়ে সংশয়। দ্বিতীয় টেস্টের আগে টিমের যা ইঙ্গিত তাতে গম্ভীর নন, বিরাটের পছন্দ ধাওয়ানই।

 তিরিশ তারিখ কলকাতায় শুরু হচ্ছে ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট। এই ম্যাচ জিতলে টিম ইন্ডিয়ার কাছে নিশ্চিত হবে এক নম্বর জায়গাটা। তার আগে এদিন ইডেনে হালকা মেজাজেই পাওয়া গেল রোহিত-রাহানে-জাডেজাদের।

বিজ্ঞাপনের শুটিং সেরে নেটে গুরুত্ব দিয়েই ব্যাটিং অনুশীলন করলেন অধিনায়ক বিরাট কোহলি। অপশনাল অনুশীলন, তাই অশ্বিন-সহ মাঠে আসেননি বেশ কয়েকজন ক্রিকেটার। গত কয়েকদিন ধরেই বৃষ্টিতে ভিজছে কলকাতা। তাই মাঠের খানিকটা অংশ খুলে দেওয়া হয়েছিল ভারতের অনুশীলনের জন্য। আড়াই বছর পর দলে ফের গম্ভীরকে স্বাগত, দাবি কুম্বলের।

এই পরিস্থিতিতেই কলকাতায় ভারতীয় দলের সঙ্গে যোগ দিলেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক গৌতম গম্ভীর। বৃহস্পতিবার ইডেনে তাঁর ফিটনেস টেস্ট হতে পারে।

ইডেন টেস্টের আগে ক্যাপ্টেনস ডে’আউট। একদিকে বউকে নিয়ে ধর্মতলায় পুজোর বাজারে কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। অন্যদিকে ইডেনে শুটিংয়ে ব্যস্ত বিরাট।

 পুজোর কলকাতায় টেস্ট খেলতে এসেছে নিউজিল্যান্ড। তা-ও আবার বছর পঞ্চাশ পরে। তাই মাঠে নামার আগেই ছুটির মেজাজে কিউই শিবির। অফিস টাইমের ধর্মতলা। হঠা‍ৎ করেই প্রসিদ্ধ এক শুট প্রস্তুতকারী দোকানে হাজির কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। আইপিএল খেলার সুবাধে এ দেশে উৎসব সম্পর্কে ওয়াকিবহাল তিনি।

তাই পুজোর কলকাতায় বসে হয়তো আর হোটেলে থাকতে চাননি তিনি। তাই বউকে নিয়ে হাজির হয়েছিলেন শুটের মাপ দিতে। শুধু অধিনায়ক নন, সঙ্গে ছিলেন বেশ কয়েকজন ক্রিকেটাররাও। সেখান থেকেই মাদার হাউজ। অন্যদিকে, ভারত আসার আগেই ইডেনে বিরাট। ভারত অধিনায়ক ব্যস্ত ছিলেন সম্প্রচার সংস্থার শুটিংয়ে।

একদিনের সিরিজের জন্য নতুন প্রোমোতে শুটিং করলেন কোহলি। তিরিশ তারিখ দ্বিতীয় টেস্ট। তার আগে পুজোর কলকাতায় ছুটির মেজাজেই দুই শিবির।

First published: September 28, 2016, 7:06 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर