#কলকাতা: ইডেন টেস্টকে আকর্ষণীয় করে তুলতে চেষ্টার কোনও ত্রুটি রাখছে না সিএবি ৷ পুজো শুরু হওয়ার ঠিক আগেই ম্যাচ বলে সেভাবে এখনও টিকিট বিক্রি শুরু হয়নি ম্যাচের ৷ আর তাছাড়া টি-২০-র রমরমা বাজারে টেস্ট দেখার দর্শক দিন দিনই কমছে ৷ তাই মাঠে দর্শক টানতে ম্যাচের পাশাপাশি বিনোদনের নানারককম ‘প্যাকেজ’-এর ব্যবস্থা করাটাই এখন বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশনগুলির ক্ষেত্রে ৷
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ইডেনে সিরিজের দ্বিতীয় টেস্ট আবার শুরু হচ্ছে মহালয়ার দিন থেকে৷ তাই দেবীপক্ষের শুরু হওয়ার দিনে মাঠে ঢাকের ব্যবস্থা রাখছে সিএবি ৷ টেস্টের দিনগুলিতে এক ঝাঁক ঢাকি থাকবেন ইডেনে। তাঁরা গ্যালারিতে ও গ্যালারির বাইরেও বিভিন্ন ব্লকে গিয়ে ঢাক বাজাবেন। থাকবে বিশেষ সেলফি বুথ। যেখানে গিয়ে ইডেনের আবহ নিজেদের মোবাইলে বন্দি করে রাখতে পারবেন যেকোনও ক্রিকেটপ্রেমী। এছাড়া কে এবং এল ব্লকে হাজার পাঁচের ভিড়কে নিয়ে থাকবে জমায়েত। একইসঙ্গে আমন্ত্রণ জানানো হচ্ছে ভারত-নিউজিল্যান্ড প্রথম টেস্টের জীবিত সদস্যদের।
টেস্টকে উৎসবমুখর করে তুলতে সিএবি-র বিভিন্ন পরিকল্পনার পাশাপাশি এটাও অন্যতম। আজ, বৃহস্পতিবার থেকেই আবার ইডেনের ইন্ডোরে শুরু হচ্ছে ভিশন ২০২০-র শিবির। যেখানে থাকবেন শিবিরের স্পিন বোলিং কোচ শ্রীলঙ্কার কিংবদন্তি মুথাইয়া মুরলীধরন।
এদিকে বেঙ্গালুরুর দর্শকশূন্য কান্তিরাভা স্টেডিয়ামে ট্যাম্পাইন্স রোভার্সকে হারিয়ে দিলেন সুনীল ছেত্রীরা। ম্যাচের প্রথম থেকেই আক্রমণের ঝড় তুলেছিল বেঙ্গালুরু। ৩১ মিনিটে সুনীল সহজ সুযোগ নষ্ট না করলে গোলসংখ্যা আরও বাড়ত । আগামী ২১ সেপ্টেম্বর ট্যাম্পাইন্সদের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলতে যাবে বেঙ্গালুরু। কাবেরী নদীর জলবন্টন বিতর্কে এই মুহূর্তে অগ্নিগর্ভ বেঙ্গালুরু। এই কারণেই বুধবার কান্তিরাভা স্টেডিয়ামে দর্শকদের প্রবেশের কোনও অনুমতি দেয়নি স্থানীয় প্রশাসন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Durga Puja, Eden Gardens, Eden Test, India-NewZealand Test, Second Test