#কলকাতা: তর্কে বাঙালির জুড়ি মেলা ভার। পশ্চিমবঙ্গ এবার শুধুই বঙ্গ বা বাংলা। ইংরেজিতে বেঙ্গল। নাম পরিবর্তনের প্রস্তাবে সিলমোহর দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। নামবদলের খবরে মিলেছে বিতর্কের নতুন রসদ। ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপে তর্কের সুনামি। নাম কি একই থাকা উচিত। না বদলে দেওয়া উচিত।বাঙালি তর্কপ্রিয়। আড্ডায় যে কোনও প্রসঙ্গে বিতর্কের সুনামি ওঠে। ইস্টবেঙ্গল-মোহনবাগান, উত্তমকুমার-সৌমিত্র, পেলে-মারাদোনার মতো বিতর্কের চিরন্তন সূচি। এই তালিকা পাড়ার চায়ের দোকান বা লোকাল ট্রেনের কামরা সদাসর্বদা আপডেটেড। স্বাভাবিকভাবেই তাতে ঢুকে পড়েছে রাজ্যের নামবদলের প্রসঙ্গ। একুশ শতকে তর্কের নতুন মঞ্চ সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইট। ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপেও বিতর্কের তুফান উঠেছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengali News, Debate Over West Bengal Name Change, ETV News Bangla, Social Media, West Bengal Name Change