#কলকাতা: বচসার জেরে হোটেল কর্মীর গায়ে গরম ঝোল ঢেলে দিল ক্রেতা ৷ এর জেরে মৃত্যু হয় হোটেল কর্মী লালন সিংয়ের ৷ গত মঙ্গলবার কলকাতার এজরা স্ট্রিটের একটি খাবার দোকানে দুপুর বেলা খেতে আসে মহম্মদ জাকির নামে স্থানীয় এক ব্যক্তি ৷ কিন্তু খাবার দেওয়া নিয়ে দোকানের মালিক ভিকি ও হোটেলকর্মী লালন সিংয়ের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন জাকির ৷ বচসার জেরে লালনেকে ধাক্কা মারে জাকির ৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, দু’জনের মারামারিতে লালন সিং-কে ধাক্কা মারেন মহম্মদ জাকির। গরম ঝোলের কড়াইয়ের উপর পড়ে যান লালন সিং। আশঙ্কাজনক অবস্থায় লালন সিংকে মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। হেয়ার স্ট্রিট থানার পুলিশ গ্রেফতার করে মহমম্দ জাকিরকে। বৃহস্পতিবার সকালে হাসপাতলে লালনের মৃত্যু হওয়ায় জাকিরের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করা হয়েছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengali News, ETV News Bangla, Shopkeeper Arrested, Shopkeeper Poured Hot Soup On Customer, গায়ে গরম স্যুপ ঢেলে দেওয়ায় ক্রেতার মৃত্যু