#কলকাতা: নিজের বাড়ির সামনেই কয়েকজন মদ্যপ যুবকদের হাতে আক্রান্ত হলেন জাতীয় এবং বাংলা দলের পেসার মহম্মদ শামি ৷ ভারতীয় পেসার জানান, শনিবার রাতে প্রিন্স গুলাম মহম্মদ শাহ রোডে তিন মদ্যপ যুবক শামিকে ধাক্কাধাক্কির পাশাপাশি গালিগালাজও করেন ৷ এছাড়া বাড়ির কেয়ারটেকারকে মারধরের অভিযোগও উঠেছে ৷ অভিযুক্ত ৩ যুবককেই গ্রেফতার করেছে যাদবপুর থানার পুলিশ ৷ পরে অবশ্য জামিন পান তিনজনই ৷ ঘটনায় স্বভাবতই আতঙ্কিত শামি ৷
পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম শিবা প্রামাণিক, সৌরভ সরকার এবং জয়ন্ত সরকার। রাত সাড়ে ১১টা নাগাদ নিজের যাদবপুরের বাড়িতে ফিরছিলেন শামি। সে সময় তাঁর গাড়ির পিছনে এক মোটরবাইক আরোহী ক্রমাগত হর্ন দিতে থাকে ৷ রাস্তা ফাঁকা থাকা সত্ত্বেও কেন হর্ন দিচ্ছেন, জানতে চাইলে শামিকে গালিগালাজ শুরু করে ওই মদ্যপ যুবকরা ৷ তখনকার মতো চলে গেলেও পরে আবার ফিরে এসে শামির সঙ্গে তর্কাতর্কি শুরু করে ওই যুবকরা ৷ তারা শামির বাড়ির ভিতরে জোর করে ঢুকতে চায় বলেও অভিযোগ ৷ এরপর নিরাপত্তারক্ষী এসে বাধা দিলে তাকেও ধাক্কা মারে ওই মদ্যপ যুবকরা বলে জানা যাচ্ছে ৷ শামির ফ্ল্যাটের দরজায় লাথি মারতে শুরু করে তারা ৷
ঘটনার সিসিটিভি ফুটেজ দেখেই অভিযুক্ত তিন যুবককে গ্রেফতার করে পুলিশ ৷ তিনজনই ওই এলাকারই বাসিন্দা বলে জানা যাচ্ছে ৷ অভিযুক্তদের মধ্যে একজনকে শামি আগের থেকে চিনতেন বলেও জানা যাচ্ছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Cricket, Kolkata, Mohammad Shami, Threat, মহম্মদ শামি