#কলকাতা: লর্ডসে স্বপ্নভঙ্গের পরেও মিতালিদের নিয়ে গর্বিত গোটা দেশ। ঝুলনকে বিশেষ সংবর্ধনার সিদ্ধান্ত সিএবির। বোর্ডের তরফে আর্থিক পুরস্কার। হরমনপ্রীতকে পঞ্জাব পুলিশে ডিএসপির প্রস্তাব মুখ্যমন্ত্রীর। সংবর্ধনা দেবে মধ্যপ্রদেশও।
লর্ডসে ইতিহাস ছোঁয়া হয়নি। তবু কাপ অধরা থাকলেও হৃদয় জিতেছেন ঝুলন-মিতালিরা। মেয়েদের বিশ্বকাপে সর্বাধিক উইকেট। ফাইনালে বিধ্বংসী স্পেল। ঝুলন গোস্বামীকে বিশেষ সম্মান জানাতে চলেছে সিএবি। বার্ষিক পুরস্কারের অনুষ্ঠানেই তুলে দেওয়া হবে পুরস্কার। বৃহস্পতিবার পুরস্কার মূল্য নিয়ে সিদ্ধান্ত নেবে কর্মসমিতি।
বোর্ড আগেই প্রত্যেক ক্রিকেটারের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে। আর সাপোর্ট স্টাফরা পাবেন ২৫ লক্ষ টাকা। দেশে ফিরলে গোটা দলের সঙ্গে দেখা করতে পারেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যেই পঞ্জাব পুলিশের ডিএসপি পদে হরমনপ্রীত কউরের নাম সুপারিশ করেছেন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। সংবর্ধনা দেওয়ার কথা ঘোষণা করেছে মধ্যপ্রদেশ সরকার। এখানেই শেষ নয়। দেশে ফিরলে অপেক্ষা করছে আরও চমক। তবে লন্ডন থেকে একসঙ্গে ফেরা হচ্ছে না মিতালি, পুনম, রাজেশ্বরীদের। আইসিসি একসঙ্গে টিকিটের ব্যবস্থা করতে পারেনি। তাই বুধবার দফায় দফায় দেশে ফিরবে বিশ্বকাপের রানার্স টিম ইন্ডিয়া।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengal Cricket, CAB, Cricket, Cricket Association of Bengal, India Women's Cricket Team, Jhulan Goswami, ঝুলন গোস্বামী