#কলকাতা: মদন তামাং হত্যাকাণ্ডে সাময়িক স্বস্তিতে অভিযুক্ত বাইশ মোর্চা নেতা। তাঁদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন খারিজ করে দিল নগর দায়রা আদালত। একইসঙ্গে, অভিযুক্তদের বদলে তাঁদের আইনজীবীকে আদালতে উপস্থিত হওয়ার আবেদন গ্রহণ করেছে আদালত।
মদন তামাং হত্যাকাণ্ডে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারির কোপ এড়ালেন অভিযুক্ত মোর্চা নেতারা। সোমবার, বিমল গুরুং, আশা গুরুং, রোশন গিরি, বিনয় তামাং-সহ মোর্চার বাইশ শীর্ষ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করে সিবিআই। কিন্তু, সেই আবেদন খারিজ করে দিয়েছে আদালত।
তবে, নিরাপত্তার দোহাই দিয়ে আদালতে হাজির হওয়া নিয়ে নতুন অজুহাত খাড়া করেছে মোর্চা। সিবিআইকেই অভিযুক্তদের নিরাপত্তার দায়িত্ব নেওয়ার আবেদন করা হয়। কিন্তু, সিবিআই আদালতকে জানিয়েছে, অভিযুক্তরা নিজেরাই নিজেদের নিরাপত্তা দিক। অভিযুক্তদের বদলে তাঁদের আইনজীবীকে আদালতে উপস্থিত থাকার আবেদন গ্রহণ করেছে আদালত।
এই টানাপোড়েনের মধ্যেই পাহাড় পরিস্থিতি নিয়ে ফের কেন্দ্রের হস্তক্ষেপ দাবি করেছে জিএমসিসি-র শরিক জন আন্দোলন পার্টি।
আদালতের নির্দেশে সাময়িক স্বস্তিতে মোর্চা নেতারা। আগামী পয়লা অগাস্ট থেকে শুরু হচ্ছে ওই মামলার শুনানি। ফলে, অস্বস্তির কাঁটা জিইয়ে থাকলই।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bimal gurung, CBI, Gorkha janamukti morcha, Madan Tamag Murder, Morcha Leaders