#কলকাতা: প্রায় ৩৪ মাস পর মু্ক্তি ৷ সারদা মামলায় অভিযু্ক্ত কুণাল ঘোষের অন্তুর্বর্তী জামিন মঞ্জুর করল বিচারপতি অসীমকুমার রায়ের ডিভিশন বেঞ্চ ৷ ২ লক্ষ টাকা বন্ডে এবং নির্দিষ্ট কিছু শর্তের পরিপ্রেক্ষিতে সাসপেন্ডেড এম পি কুণাল ঘোষের আগামী ১১ নভেম্বর পর্যন্ত অন্তর্বর্তী জামিন দিল ডিভিশন বেঞ্চ ৷ জামিন পেলেও যে শর্তগুলি কুণাল ঘোষকে মেনে চলতে হবে, তা হল -
১) নারকেলডাঙা থানা এলাকার বাইরে বেরতে পারবেন না কুণাল ৷ ২) নিজের পাসপোর্ট সিবিআইয়ের কাছে জমা রাখতে হবে ৷ ৩) সপ্তাহে একদিন করে সিবিআইয়ের কাছে হাজিরা দিতে হবে ৷
আইনি পথেই কুণাল ঘোষের জামিন মঞ্জুর হল এদিন ৷ ২০১৩ সালের ২৩ নভেম্বর গ্রেফতার হন কুণাল ৷
সারদা রিয়েলটির মূল মামলা ম্যাজিস্ট্রেটের কাছে বিচারাধীন ৷ এক্ষেত্রে ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ ৩ বছরের সাজা দিতে পারেন ৷ ফৌজদারি আইন বলছে, সর্বোচ্চ ৩ বছর সাজার বিধানের ক্ষেত্রে বিচার চলাকালীন অভিযুক্ত দেড় বছরের বেশি হেফাজতে থাকলে তাঁর জামিন প্রাপ্য ৷ জেল কোড অনুসারে প্রতিবছর ৪৫ দিন শাস্তি মকুব হয় ৷ সেই অনুসারে ৩ বছরে তাঁর সাজা খাটার কথা ৩১ মাস ১৫ দিন ৷ ইতিমধ্যেই ৩৪ মাসের বেশি বন্দিদশা কাটিয়ে ফেলেছেন কুণাল ৷ সেই কারণেই আইন অনুসারে এদিন তাঁর জামিন মঞ্জুর করল আদালত ৷
৩৪ মাস জেল বন্দি থাকার বিষয়টি ছাড়াও এদিন জামিন মঞ্জুর হওয়ার ক্ষেত্রে আরও একটি ফ্যাক্টর কাজ করেছে, তা হল কুণাল ঘোষের মা-এর স্বাস্থ্য ৷ বহিস্কৃত তৃণমূল সদস্য কুণাল ঘোষের মা ব্লাড ক্যান্সারে আক্রান্ত ৷ বেশ কয়েক মাস ধরে ক্রমাগত তাঁর স্বাস্থ্যের অবনতি ঘটেছে ৷ তাই এরকম গুরুত্বপূর্ণ সময়ে তাঁর পাশে থাকার মানবিক ভাবনাও কাজ করেছে কুণালের জামিনের ক্ষেত্রে ৷ কিন্তু যাকে ঘিরে এত কাণ্ড সেই কুণাল ঘোষ কী বলছেন?
জামিন পাওয়ার পর কুণালের প্রতিক্রিয়া, ‘ভগবানের ওপর ভরসা আছে ৷ অনেকদূর যেতে হবে ৷ আদালতকে ধন্যবাদ ৷’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bail Plea, Kunal Ghosh, Kunal Ghosh Bail Accepted, Kunal Ghosh Bail Plea, Sarada Scam