স্কুলের পর এবার বাইপাসের ধারের হাসপাতালগুলিতে মিলল ডেঙ্গির লার্ভা

একাধিক স্কুলের পর এবার বাইপাস লাগোয়া একাধিক হাসপাতালে মিলল ডেঙ্গির লার্ভা ৷ হাসপাতালের জলাধারে মিলল ঈডিস মশার লার্ভা ৷

  • Last Updated :
  • Share this:

    #কলকাতা: একাধিক স্কুলের পর এবার বাইপাস লাগোয়া একাধিক হাসপাতালে মিলল ডেঙ্গির লার্ভা ৷ হাসপাতালের জলাধারে মিলল ঈডিস মশার লার্ভা ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর থেকে সতর্ক পুরসভা কর্মীরা জনবসতিপূর্ণ এলাকা ছাড়াও বিভিন্ন হাসপাতাল ও স্কুলে ডেঙ্গি মশার লার্ভা নিধনে উদ্যোগী হয়েছেন ৷ বৃহস্পতিবার কলকাতার অভিজাত সরকারি স্কুলে ডেঙ্গি মশার লার্ভার খোঁজ মেলার পর শুক্রবার বাইপাস লাগোয়া দুটি বিখ্যাত হাসপাতালেও দেখা গেল একই চিত্র ৷

    রাজ্যে প্রতিদিন পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৷ এখনও পর্যন্ত ডেঙ্গিতে ১২ জনের মৃত্যু খবর মিলেছে ৷ রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় ১২০০ ছুঁয়েছে ৷ ডেঙ্গি আতঙ্কে কাঁপছে রাজ্য ৷ আক্রান্তদের চিকিৎসা যেখানে চলছে সেই হাসপাতালেই মিলল ডেঙ্গি মশার আঁতুরঘর ৷ বাইপাস লাগোয়া হাসপাতালে জলাধার পরীক্ষা করতে গিয়ে পুরসভার কর্মীরা দেখেন সেখানে কিলবিল করছে এডিস মশার লার্ভা ৷

    খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান কলকাতা পুরসভার মেয়র পারিষদ স্বাস্থ্য অতীন ঘোষ ৷ তাঁর সঙ্গে ছিলেন ১২ নং বরোর চেয়ারম্যান ৷ তাঁরা গিয়ে জলাধারটি পরীক্ষা করেন ৷ হাসপাতালটির আনাচে-কানাচে খতিয়ে দেখছে পুর স্বাস্থ্য আধিকারিক ও পতঙ্গ বিশেষজ্ঞরা ৷ গোটা হাসপাতালে ছড়ানো হচ্ছে মশার লার্ভা ধ্বংসের স্প্রে ও ব্লিচিং পাউডার ৷

    বাইপাসের লাগোয়া মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালেও মিলেছে ডেঙ্গির লার্ভা ৷ পুর আধিকারিকরা পরিদর্শনে গিয়ে দেখেন হাসপাতালটির আনাচেকানাচে জমে রয়েছে জল ৷ পরিত্যক্ত ব্যানারের জমা জলে ওকাঠের পরিত্যক্ত বাক্সের জমা জলে মিলেছে এডিস মশার লার্ভা ৷ অতীন ঘোষের নেতৃত্বাধীন পুর প্রতিনিধিদলের অভিযান চালালে আসল চিত্রটি সামনে আসে ৷

    শহরের বেসরকারি হাসপাতাল, নার্সিংহোমগুলির এমন দশা দেখে সতর্কবার্তা জারি করেছে স্বাস্থ্য দফতর ৷ হাসপাতাল কর্তৃপক্ষদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে স্বাস্থ্য অধিকর্তা বিশ্বরঞ্জন শতপথি জানিয়েছেন, জমা জল ঠেকাতে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে ৷ যত্রতত্র মশার লার্ভা নিধনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন তিনি ৷ তাঁর পরামর্শ সবার আগে রোগীদের স্বার্থকে গুরুত্ব দিতে হবে ৷ প্রয়োজনে সারপ্রাইজ ভিজিট করবে স্বাস্থ্য দফতর ৷

    First published:

    Tags: Dengue, Dengue Affected Area, Dengue Larvae, Dengue Mosquito, Hospital, Kolkata, Kolkata Municipality