corona virus btn
corona virus btn
Loading

বঙ্গ ক্রিকেটে এবার কর্পোরেট কালচারের আমদানি, প্রত্যেক ক্রিকেটারকে দেওয়া হল টার্গেট

বঙ্গ ক্রিকেটে এবার কর্পোরেট কালচারের আমদানি, প্রত্যেক ক্রিকেটারকে দেওয়া হল টার্গেট
File Picture

বাহুতুলের বিশেষ ক্লাসে দেখা গেল একেবারে কর্পোরেট কালচার।

  • Share this:

#কলকাতা: কর্পোরেট অফিস নয়। ইডেন। মার্চ মাসও নয়। ভরা বর্ষার প্যাচপ্যাচে অগাস্ট। তবু সাতসকালে বাংলার রঞ্জি অনুশীলনে সেলফ অ্যাপ্রাইজাল কেন ?

বাহুতুলের বিশেষ ক্লাসে দেখা গেল একেবারে কর্পোরেট কালচার। এবার ক্রিকেট মাঠেও সেলফ অ্যাপ্রাইজাল। ছবিটা ইডেনে, বাংলার রঞ্জি অনুশীলনের।

ইন্ডোরে জিম করেই পড়িমরি ইডেনের ড্রেসিংরুমে ছুটলেন ক্রিকেটাররা। হাতে হাতে ঘুরছে বিশেষ ফর্ম। নিজের মূল্যায়ন করতে হবে নিজেকেই। রঞ্জির প্রস্তুতিতে এটাই নতুন দাওয়াই বাহুতুলের।
দিন্দা, শ্রীবৎস থেকে গনি, অনুষ্টুপ। আলাদা করে প্রত্যেকের ক্লাস নিলেন সাইরাজ। টার্গেট তাড়া করতে প্রত্যেককে মানসিকভাবে চাঙ্গা রাখতেই এই বিশেষ অ্যাপ্রাইজাল।

হোম-অ্যাওয়ের পুরনো ফর্ম্যাটে রঞ্জি। সিনিয়র-জুনিয়র কম্বিনেশন। তবু গলায় কাঁটার মতো বিঁধছে ওঝা বিতর্ক। প্রজ্ঞানের সঙ্গে নিয়মিত কথা হলেও সিএবির কাজে হস্তক্ষেপ করতে নারাজ সাইরাজ। ওঝা হায়দারাবাদে গেলেও সমস্যা হবে না। তবে দ্রুত বিতর্ক ঝেড়ে ফেলে সামনে তাকানোর পক্ষপাতী বাংলার মুম্বইকর কোচ।

First published: August 23, 2017, 9:11 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर