জয়ের দিন ‘ঠান্ডা ঠান্ডা কুল কুল’ বৃষ্টিতে ভিজল কলকাতা

ফলাফলের দিন স্লোগানটা অবশেষে বাস্তবেও সত্যি হল ৷ কারণ সকাল সকালই ‘সূর্য’ গেল অস্ত ৷ তৃণমূল সমর্থকদের জন্যও ‘রেনি ডে ’ জমে উঠল ৷

  • Last Updated :
  • Share this:

    #কলকাতা: এক্সিট পোলের সমীক্ষা যাই হোক না কেন, যতক্ষণ না ‘ফাইনাল রেজাল্ট’ বেরোচ্ছে ততক্ষণ ‘জিতছি’ এই আশাটুকু রাখতে ক্ষতি কী ৷ জোট প্রার্থীরা ১৬ তারিখ বিভিন্ন টিভি চ্যানেলের সমীক্ষা দেখার পর অনেকটাই মন মরা হয়ে পড়েছিলেন ৷ এক্সিট পোলগুলিতে তাদের পক্ষে খারাপ ফল দেখেও যেন না দেখার ভান করছিলেন ৷ বৃহস্পতিবার সকাল থেকেই কালো মেঘে ঢাকা ছিল শহর ৷ সেই মেঘ শেষপর্যন্ত সরল না বিরোধী শিবিরের থেকে ৷ শাসক দলের জন্য অবশ্য এই কালো মেঘই মনোরম বর্ষা নিয়ে এল এদিন ৷

    IMG_3597

    সকাল থেকেই ধাপে ধাপে শহরের বিভিন্ন অঞ্চলে হয়েছে বৃষ্টি ৷ কখনও ঝমঝমিয়ে আবার কখনও বা টিপটিপ করে ৷ এতে উৎসব ভুণ্ডুল হওয়া তো দূরের কথা, আনন্দের পরিমাণ বেড়েছে আরও কয়েক গুণ ৷ ছিল স্লোগানের বাহারও ৷ ‘দিকে দিকে তৃণমূল’, ‘আসছে কারা’, ‘নবান্নে আবার’ - আরও কত কী ! তবে এবারের ভোট শুরুর অনেক আগের থেকেই তৃণমূলের একটি স্লোগান ছিল অতি জনপ্রিয় ৷ সেটা হল ‘ঠাণ্ডা ঠাণ্ডা কুল কুল , আবার জিতবে তৃণমূল ’ ৷ ফলাফলের দিন স্লোগানটা অবশেষে বাস্তবেও সত্যি হল ৷ কারণ সকাল সকালই ‘সূর্য’ গেল অস্ত ৷  তৃণমূল সমর্থকদের জন্যও তাই ‘রেনি ডে ’ উঠল জমে ৷

     ছবি- সিদ্ধার্থ সরকার

    First published:

    Tags: Rain In Kolkata, West Bengal Assembly Election 2016, West Bengal Assembly Elections, West Bengal election 2016, West Bengal election results