৪৩ আসনে প্রার্থী ঘোষণা কংগ্রেসের,লড়বে ৯৩টি আসনে

৪৩টি আসনের জন্য কংগ্রেসের প্রথম পর্যায়ের প্রার্থী তালিকা ঘোষণা করে দিলেন অধীর চৌধুরী। তাঁর দাবি, জোট চূড়ান্ত। রাজ্যে ৯৩ টি আসনে লড়বে কংগ্রেস। তবে বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দিতার কাঁটা সরানো গেল না। ৭ থেকে ৮টি আসনে বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতার কথা মেনে নিয়েছেন অধীর নিজেই। প্রথম পর্যায়ের প্রার্থী তালিকা ঘোষিত হতে প্রকাশ্যে এল গোষ্ঠী কোঁন্দলও।

আরও পড়ুন...
  • Last Updated :
  • Share this:

    #কলকাতা: ৪৩টি আসনের জন্য কংগ্রেসের প্রথম পর্যায়ের প্রার্থী তালিকা ঘোষণা করে দিলেন অধীর চৌধুরী। তাঁর দাবি, জোট চূড়ান্ত। রাজ্যে ৯৩ টি আসনে লড়বে কংগ্রেস। তবে বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দিতার কাঁটা সরানো গেল না। ৭ থেকে ৮টি আসনে বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতার কথা মেনে নিয়েছেন অধীর নিজেই। প্রথম পর্যায়ের প্রার্থী তালিকা ঘোষিত হতে প্রকাশ্যে এল গোষ্ঠী কোঁন্দলও।

    প্রথম পর্যায়ের ভোটের নোটিফিকেশন জারির ৫ দিন পর ঘোষিত হল কংগ্রেসের প্রথম পর্যায়ের প্রার্থী তালিকা। ৪৩টি আসনে ঘোষিত প্রার্থীদের মধ্যে রয়েছেন আবু হেনা, মানস ভুঁইয়ার মতো হেভিওয়েট প্রার্থীরা। জোট নিয়ে দরাদরিতে প্রথম পর্যায়ে বামফ্রন্টের থেকে ১টি আসন আদায় করতে পেরেছে কংগ্রেস। দুর্গাপুর পশ্চিম কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী হচ্ছেন স্বপন ব্যানার্জী।৮ টি আসন ছাড়া হচ্ছে আক্রান্ত আমরা ও সহযোগী দলগুলিকে।৭ থেকে ৮ টি আসনে বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতা।১৮৪ থেকে ১৮৫ টি আসনে লড়বে বামফ্রন্ট।

      
    First published:

    Tags: Adhir choudhuri, Congress Candidate list, Congress CPM alliance, West Bengal Assembly Election 2016