#কলকাতা: বহু প্রতীক্ষার পর অবশেষে প্রত্যাশা পূরণ ৷ সরকারী কর্মীদের জন্য দুর্দান্ত খবর ৷ পুজোর আগেই ১৫ শতাংশ ডিএ-এর ঘোষণা ৷ তৃণমূল সরকারি কর্মী সংগঠনের সমাবেশে এসে ডিএ নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷
পুজোর আগেই রাজ্য সরকারের উপহার ৷ এদিন মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর ঘোষণা, পয়লা জানুয়ারিতে ১৫ শতাংশ হারে ডিএ বা মহার্ঘ ভাতা দেওয়া হবে রাজ্য সরকারি কর্মচারীদের ৷ এর জন্য খরচ হবে ৪৫ হাজার কোটি টাকা ৷
তিনি বলেন,
একইসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি, ২০১৯ সালের মধ্যেই মিটিয়ে দেওয়া হবে বকেয়া ডিএ ৷ মুখ্যমন্ত্রীর মুখে এই ঘোষণা শুনে উচ্ছ্বসিত রাজ্য সরকারী কর্মচারীরা ৷
কেন্দ্রের সঙ্গে একই হারে ডিএ দেওয়ার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। তৃণমূল কর্মচারী সংগঠনের মঞ্চ থেকে সেই বার্তাও দিলেন মুখ্যমন্ত্রী।
ডিএ নিয়ে এদিন পূর্বতন বামফ্রন্ট সরকারকেও তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেন, ‘কেন ৩৪ বছরে ডিএ সমস্যা মেটানো হয়নি? মাথায় প্রচুর দেনা ৷ পুজোয় ৩৬০০ টাকা বোনাস দেওয়া হচ্ছে ৷ সময়ে পেনশন পান অবসরপ্রাপ্তরা ৷ এখন সরকারি কর্মীরা সময়ে বেতন পান ৷’
যদিও এখনও সরকারী কর্মচারীদের ৩৯ শতাংশ ডিএ বকেয়া রইল ৷ রাজ্যে সরকারি কর্মচারীদের ডিএ দীর্ঘদিন ধরে বকেয়া । সরকারি কর্মচারীদের একটি সংগঠনের তরফে হাইকোর্টে এই মামলা করা হয়। আদালতে রাজ্য সরকারি কর্মচারীরা দাবি করে, ডিএ সরকারি কর্মচারীদের অধিকার। সেই ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করছে রাজ্য। নূন্যতম বেতনের চাকরির ক্ষেত্রেও ডিএ বা মহার্ঘ ভাতা প্রযোজ্য।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: CM Mamata Banerjee, DA for State Government Employee, Dearness Allowance, Pending DA, State Government Employee