#কলকাতা: সাংবাদিক ও সমাজকর্মী গৌরী লঙ্কেশ হত্যার প্রতিবাদে পথে নামল মহানগর ৷ এই মৌন মিছিলে পা মেলালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷ কলকাতা প্রেস ক্লাব থেকে গান্ধি মূর্তি পর্যন্ত চলল মিছিল ৷
বেঙ্গালুরুতে নির্মমভাবে হত্যা করা হয় বামপন্থায় বিশ্বাসী সংবাদকর্মী গৌরী লঙ্কেশকে ৷ এই সাংবাদিকের নির্মম হত্যার প্রতিবাদে গর্জে ওঠে শহর কলকাতা ৷ বুধবার কলকাতা প্রেস ক্লাব থেকে প্রতিবাদ মিছিলের আয়োজন করে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন ৷ মোমবাতি হাতে মৌন মিছিল চলে গান্ধি মূর্তি অবধি ৷ প্রতিবাদ মিছিলে যোগ দেন মুখ্যমন্ত্রীও ৷
এদিন সকালেই গৌরী লঙ্কেশ খুনে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ‘সাংবাদিকের খুন খুবই দুর্ভাগ্যজনক ৷ উদ্বেগজনক ঘটনা, এর বিচার চাই’, ট্যুইটে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
Saddened at the killing of journalist Gauri Lankesh in Bengaluru. Most unfortunate. Very alarming. We want justice
— Mamata Banerjee (@MamataOfficial) September 5, 2017
Participated in a candle vigil from #Kolkata Press Club till Gandhi statue to condemn the murder of journalist GauriLankesh — Mamata Banerjee (@MamataOfficial) September 6, 2017
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: CM Mamata Banerjee, Gauri Lankesh, Gauri Lankesh Murder, Journalist Rally, Protest Rally