#নয়াদিল্লি: ফের বিমান বিভ্রাটের সম্মুখীন হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রাজধানী দিল্লি থেকে আজ শনিবার কলকাতায় ফেরার সময় যান্ত্রিক ত্রুটির জন্য নির্ধারিত সময়ে উড়তে পারেন মুখ্যমন্ত্রীর বিমান ৷ এর জন্য প্রায় দু’ঘণ্টারও বেশি সময় ধরে বিমানবন্দরে দাঁড়িয়ে থাকতে হয় মুখ্যমন্ত্রীকে ৷
এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার ওই বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় নির্ধারিত সময়ের অনেক পরে ছাড়ে ওই বিমান ৷এসি কাজ না করায় দমবন্ধ করার মতো পরিস্থিতি তৈরি হয় বিমানের ভিতরেও ৷ বিমানের ভিতর থাকা বেশ কয়েকজন যাত্রী এর জন্য অসুস্থও হয়ে পড়েন বলে জানা যাচ্ছে ৷
ড্রিমলাইনার বিকল হওয়ার ঘটনা অবশ্য এই প্রথমবার নয় ৷ এর আগেও এয়ার ইন্ডিয়ার অত্যন্ত উন্নত এই বিমানে যান্ত্রিক গোলযোগ দেখা যায় ৷ যা ঠিক করতেও অনেক সময় লাগে ৷ এদিন মুখ্যমন্ত্রীও একইরকম বিমান বিভ্রাটের সম্মুখীন হয়েছিলেন ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Air India, Delhi Airport, Mamata Banerjee, মমতা বন্দ্যোপাধ্যায়