#ভ্যাটিকান: রোমে বাঙালির জাত্যাভিমান। রবীন্দ্রসংগীতেই মাদারের সেন্টহুড বরণ করে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা ও রোমের দূরত্ব মুছে দিয়েছেন সেন্ট মাদার টেরেসা। তাঁর স্মৃতি বিজড়িত রাজ্যের মুখ্যমন্ত্রীও বোঝালেন এমন আনন্দঘন দিনে হেঁটে আসা যায় অনেকটা পথ। রবি ঠাকুরের গান আর ভ্যাটিকানের অর্গ্যানের সুর মিলিয়ে দিল দুই শহরকে। মমতা বন্দ্যোপাধ্যায়কে সাদরে আমন্ত্রণ জানাল পোপের শহর।
মুখে রবি ঠাকুরের গান, লক্ষ্য সেন্ট পিটার্স ব্যাসিলিকা। হোটেল গ্র্যান মিলিয়া থেকে পথ অনেকটা। কিন্তু, মায়ের টানে টিম বাংলাকে সঙ্গে নিয়ে কয়েক কিলোমিটার পথ হেঁটেই পেরোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
গোটা অনুষ্ঠানে হাজির ছিলেন ১৩টি দেশের রাষ্ট্রপ্রধান। হাজির ছিলেন সুষমা স্বরাজ সহ ৭০টি দেশের বিদেশমন্ত্রী। এমন হাই প্রোফাইল অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তুলে ধরলেন এরাজ্যের সংস্কৃতি। সেন্ট টেরেসার উচ্চতাকে মাটি থেকেই অনুভব করলেন মমতা। কোনও ভিআইপি অতিথি হিসেবে নয় সাধারণ আসনে সাধারণের মধ্যে মিশেই সামিল হলেন মাদারের সন্ত হয়ে ওঠার অনুষ্ঠানে ৷ রবীন্দ্রসংগীতে বরণ করলেন মাদারের সেন্টহুড।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: CM Mamata Banerjee, Mother Teresa, Rabindra Sangeet, Saint Teresa, Saint Teresa Of Calcutta, Tagore Song, Vatican City