corona virus btn
corona virus btn
Loading

রাজ্যে সিভিক ভলান্টিয়ারের নিয়োগ স্থগিত

রাজ্যে সিভিক ভলান্টিয়ারের নিয়োগ স্থগিত

রাজ্যে সিভিক ভলান্টিয়ারের নিয়োগ স্থগিত

  • Share this:

#কলকাতা: রাজ্যে প্রায় বছর পাঁচেক পর শুরু হয়েছিল সিভিক ভলান্টিয়ারের নিয়োগ ৷ তবে আপাতত স্থগিত সেই প্রক্রিয়া ৷ হাইকোর্টের নির্দেশ অনুসারে চলতি মাসের শেষ সপ্তাহের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা ছিল, কিন্তু আট জেলায় পুরসভা নির্বাচনের জন্য নির্বাচনীবিধি লাগু হয়ে যাওয়ায় আপাতত থমকে গেল সিভিক পুলিশ নিয়োগের প্রক্রিয়া ৷

পদটির নাম সিভিক ভলান্টিয়ার। ডিউটির সময়সীমা আট ঘণ্টা এবং মাসিক বেতন সাড়ে পাঁচ হাজার টাকা ৷ ন্যূনতম যোগ্যতা লাগবে অষ্টম শ্রেনী পাশ, কিন্তু বিজ্ঞপ্তি জারি হতেই শুধুমাত্র ফর্ম তোলার জন্যই প্রচন্ড রোদের তাপকে উপেক্ষা করে লাইনে দাঁড়িয়েছিলেন হাজার হাজার এমএ,পিএইচডি, বিএড করা উচ্চশিক্ষিত যুবক-যুবতী।

রাজ্যে প্রায় ১৪,৪৭৮টি শূন্যপদে সিভিক ভলান্টিয়ার নিয়োগ পুরসভা নির্বাচনের কারণে আপাতত থমকে গিয়েছে ৷ আগামী ১৩ অগাস্ট চাঁপদানি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডে এবং ঝাড়গ্রাম পুরসভার ৭ নম্বর ওয়ার্ড, হলদিয়া ২৩ নম্বর ওয়ার্ড, পাঁশকুড়া ১৮ নম্বর ওয়ার্ড, দুর্গাপুর ৪৩ নম্বর ওয়ার্ড, ধূপগুড়ি ১৬ নম্বর ওয়ার্ড, বুনিয়াদপুর ১৪ নম্বর ওয়ার্ড, রানাঘাট কুপার্স ক্যাম্প ১২ নম্বর ওয়ার্ড, নলহাটি ১৬ নম্বর ওয়ার্ডে ভোটগ্রহণ হবে।

এত পর্যন্ত আবেদনপত্রের হার দেখে পুলিশকর্তাদের একাংশের অনুমান, সাড়ে ১৪ হাজার পদের জন্য তিন লক্ষেরও বেশি আবেদনপত্র জমা পড়বে ৷ ২০১২ সালে সিভিক ভলান্টিয়ারের ১ লক্ষ ৩০ হাজার শূন্য পদের জন্য প্রায় সাত লক্ষ আবেদনপত্র জমা পড়ে ৷

First published: July 26, 2017, 12:32 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर